আমাদের কথা খুঁজে নিন

   

আজি এ বসন্তে



শীত চলে গেছে প্রকৃতিতে ফুল ফুটেছে মনোরম বসন্ত দুয়ারে এসেছে। ফাল্গুনে শান্ত বাতাস বয় বসন্ত বায়ে মন জুড়ায় মন তাই প্রফুল্ল রয়। প্রকৃতি নানা রং মেখে নানা ঘটা করে বসন্ত নেমে এসেছে। জানাই বসন্তকে সুস্বাগত থাকুক বসন্ত মনে জাগ্রত আনন্দ নিয়ে থাকুক অফুরন্ত। আম্রাকাননে এসেছে মুকুল শিমুল ডালে লাল লাল ফুল মন ঘ্রানে তাই আকুল।

কোকিল মধুর স্বরে ডাকে দিনে-দুপুরে মন আকুল হয় রে। রক্তিম ফুলে ফুলে শিমুল-পলাশের ডালে ডালে যেন এগুলো অবিরত খেলে। মাঠে মাঠে মটরশুঁটি ঘরে কলায় আটার রুটি খেয়ে আনন্দ কম কি! বসন্তে বাউরি বাতাস বয় মাঝে মাঝে ধুলি উড়ায় রাখাল মনের সুখে বাঁশি বাজায়। গ্রামে গ্রামে নদীর ধারে কত খালে-বিলে পাম্প পানি তোলে। ঋতু বৈচিত্র প্রকৃতি আজ বিচিত্র গাছের তলায় ঝরাপত্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।