আমাদের কথা খুঁজে নিন

   

ভেবে দেখার মতো!

বিশুদ্ধ জ্ঞানের সন্ধানে...

চারটি জিনিস শরীরকে অসুস্থ করে তোলে। ১. বাচালতা ২. অতিরিক্ত ঘুম ৩. অতিভোজন ৪. মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা চারটি জিনিস দেহকে ধ্বংস করে দেয়। ১. উদ্বেগ ২. দুঃখ ৩. ক্ষুধা ৪. রাতে দেরিতে ঘুমানো চারটি জিনিস চেহারাকে শুকিয়ে দেয় এবং চেহারা থেকে সুখ কেড়ে নেয়। ১. মিথ্যা বলা ২. অবজ্ঞা করা / জেনেশুনে মিথ্যার নিয়ে গোয়ার্তুমি করা ৩. পর্যাপ্ত জ্ঞান এবং তথ্য ছাড়া তর্ক করা ৪. চূড়ান্ত অনৈতিক আচরণ (কোন দ্বিধা বা ভয় ছাড়াই অনৈতিক কাজ করে যাওয়া) চারটি জিনিস চেহারার লাবন্য বাড়ায় এবং চেহারায় সুখ বাড়িয়ে দেয়। ১. ধার্মিকতা ২. আনুগত্য ৩. দয়ালু স্বভাব ৪. সাহায্য না চাইলেও মানুষকে সাহায্য করা চারটি জিনিস মানুষের রিজক কমিয়ে দেয়। ১. সকালে ঘুমানো (ফজর ও সূর্যোদয়ের মাঝখানে) ২. নামাজ না পড়া বা নামাজে অনিয়ম করা ৩. অলসতা ৪. ধুর্তামি / অসততা চারটি জিনিস রিজক বাড়িয়ে দেয়। ১. শেষ রাতে নামাজের জন্য দাঁড়ানো ২. অত্যধিক অনুশোচনা ৩. দানশীলতা ৪. জিকির কথাগুলো বলেছেন শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.