আমাদের কথা খুঁজে নিন

   

শুভ পহেলা ফাল্গুন



আজ পহেলা ফাল্গুন। জীবনে আর একটি বসন্তের আগমন। বসন্ত এলে নাকি মনে রঙ ধরে ! আসলে কি তাই ? হ্যাঁ এই রং ছড়িয়ে বসন্ত বিরাজ করে সবার মনে । এই দিনে প্রকৃতিকে রাংঙাতে ব্যস্ত থাকে পলাশ ,শিমুল আর কৃষ্ঞচূড়া । কচি সবুজ পাতা, লাল-হলদে ফুল বসন্তের রংঙে রাংঙিয়ে দেয় আমাদের প্রকৃতি।

আর প্রকৃতির সেই রঙ দেখেই কোকিল গাইতে শুরু করে তার কুহু... কুহু.....চির চেনা সুরে। এভাবেই প্রকৃতির ডাক আর ঋতুর রংঙে রঙিন হবে তুমি। বসন্তের প্রকৃতিই রাংঙিয়ে দিবে তোমার মন। প্রকৃতিই যখন অকৃপণ হয়ে ঢেলে দিচ্ছে রংঙের বাহার.... কৃত্রিম সাজের আর কি দরকার। থাকনা ওসব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।