আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়া পাতার জীবন আমার



রক্তাক্ত প্রান্তর নাটকে পরেছিলাম "মানুষ মরে গেলে পচে যায ,বেচে থাকলে বদলায়। কারনে অকারনে বদলায় , সময়ে অসময়ে বদলায়। " । তখন কথা গুলোর মানে তখন বুঝতে পারি নি। আজ জীবনেব এতটা পথ আসার পর কথা গুলোর মানে বুঝতে পারি।

আজ আমি যেমন তেমনটা তো কখনো ছিলাম না। সেই দুরন্ত ,দুষ্ট ,ডানপিঠে ,সেই আবেগ ,বুক ভরা ভালবাসা,সেই বৃষ্টিতে ভেজা আমি আজো কি এমন আছি? না আমার ত তো মনে হয় না। আজ কোথায় যেন হারাতে বসেছে। দুষ্টামি জন্য সবার কাছ থেকে বকা আজ আর কিছুই নেই। তবে কি আমি যন্ত্র মানব হয়ে যাচ্ছি।

এখন আর কোন আবেগ আমাকে স্পর্শ করে না। বৃষ্টি এখন আমার মনে আর সেই ঢেউ দে না। তবে কি...............। নাকি সময় দুরন্ত ,দুষ্ট ,ডানপিঠে ,সেই আবেগ ,বুক ভরা ভালবাসা কেড়ে নিয়েছে ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।