আমাদের কথা খুঁজে নিন

   

মা তোর মুখের ভাষা

পাগল কবি

মাগো তোর মুখের ভাষায় বলছি মনের কথা, ঐ দেখ তোর ভাষাতেই সূর্য হাসে তোর ভাষাতেই জোছনা ভাসে, প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা, মা তোর মুখের ভাষায় খুঁজে বেড়াই প্রাণের আকুলতা। কি মধুর তোর কথা মা, কেমনে বুঝাই বল? এ বুলি যতোই শুনি তোর বুলি মা প্রাণে যে দেয় দোল, এ ভাষায় পরশ বুলায় মা তোর গায়ের সুগন্ধী আঁচল। তোরে মা কেমনে বুঝাই বল? মাগো তোর মুখের ভাষা কাড়বে কে বল মোরে? কে আঘাত করবে মা বল তোরে। যতো তোর বিদ্রোহী সব দামাল ছেলের দল আছে মা, ভয় কিসে তোর বল। এ দেহে থাকতে মা প্রাণ চিন্তা যে নাই তোর, ডেকে দেখ, সকল বাঁধার বাঁধন টুটে তোর কাছে মা আসবো ছুটে, আঘাতে আনবো দেখিস ক্ষুব্ধ তুমুল ঝড়। ছেলে তোর রুদ্র মাগো, ভীষণ ভয়ংকর। মা তোর চিন্তা কোন নাই, আমি তোর দামাল ছেলে, তোর চরণে একটু মা দিস ঠাঁই http://www.bangla-kobita.com/ashor/Poem.aspx?id=5


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।