আমাদের কথা খুঁজে নিন

   

এর ফলে দেশ কি পাবে? আপনিই বা কিভাবে দেখছেন বিষয়টা?

দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।

খালেদার নেতৃত্বে সংসদে বিএনপি ৪ দিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সোয়া ৩টার দিকে সংসদে ঢোকেন। স্পিকার বিরোধী দলকে সংসদে স্বাগত জানান।

অধিবেশনের শুরুতেই বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদের সাসনের সারিতে আসন বিন্যাস নিয়ে তাদের দাবি তুলে ধরেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে এর পক্ষে কিছু নজির তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলার বিষয়টিও তুলে ধরেন ফারুক। তিনি বলেন, \"জাসাস নেতা মিন্টুকে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করেছে। \" ফারুক যখন বক্তব্য রাখছিলেন, তখন সরকারি দলের সংসদ সদস্যরা সরবে তার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান।

তখন বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, \"আপনার আহ্বানে আমরা সংসদে এসেছি, এখন কথা বলতে না দিলে কতদিন থাকতে পারবো, জানি না। \" গত ৪ ফেব্র\"য়ারি বিএনপির সংসদীয় দলের এক সভায় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, \'\'জনগণের স্বার্থে আমরা আজ (বৃহস্পতিবার) বিকালে সংসদ অধিবেশনে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমস্যা সমাধানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের কথা আমরা সংসদে তুলে ধরবো।

\'\' তিনি বলেন, আশা করছি, সরকারি দল বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবে। \"তারা সংসদে আমাদের কথা বলতে না দিলে আমরা মনে করব, তারা জনগণের কণ্ঠ রোধ করে রাখতে চায়। অতীতে তারা এমনটিই করেছে। \" বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন সংসদ সদস্যও সংসদে যোগ দিয়েছেন। বিএনপি গত বছরের ৭ এপ্রিল সংসদ অধিবেশনে গিয়ে ওয়াকআউট করে।

এরপর তারা আর সংসদে ফেরেনি। সংসদের সামনের সারিতে আসন নিয়ে অসন্তোষ থেকে বিএনপির সংসদ বর্জন শুরু হয়। পরবর্তীতে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বাতিল আদেশ প্রত্যাহার, তার নিরাপত্তা বৃদ্ধি, মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানায় তারা। স্পিকার বলে আসছেন, বিএনপি যেন সংসদে গিয়েই তাদের দাবিগুলো উপস্থাপন করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।