আমাদের কথা খুঁজে নিন

   

যা দেখি তা-ই শিখি

কারণে-অকারণে মিথ্যা বলা, আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি না থাকা, নীতি বিসর্জন দেওয়া...বড়দের এই আচরণগুলোই ছোটদের মনে দ্বন্দ্বের জন্ম দেয়। অতঃপর তার আচরণেও দেখা দেয় অসংগতি। নামকরা স্কুল, একাধিক কোচিং ক্লাস কি পারে এই অসংগতি থেকে তাকে রক্ষা করতে?

সোফায় বেশ আরাম করে বসে ফোনে কথা বলছেন আপনি। সামনে টিপয়ে ধোঁয়া ওঠা চা। সকালের সূর্য আকাশে।

পাশে বসে আছে আপনারই কিশোর সন্তান, ওর চোখের সামনে আজকের পত্রিকা। ও না চাইলেও আপনার বলা কথাগুলো ওর কানে আসছে। আপনি বলছেন টেলিফোনে, ‘আরে আরেকটু অপেক্ষা করো। আমি পরশু ঢাকায় ফিরব, তার পরই তোমার টাকা শোধ করে দেব। ’

আপনার সন্তানটি আপনার দিকে অবাক চোখে তাকাল, সেটা আপনি খেয়ালও করলেন না।

ঢাকায় নিজের ফ্ল্যাটে বসে আপনি বলছেন, ঢাকায় ফিরবেন পরশু, তার মানে কাউকে অসত্য বলছেন আপনি। আপনার সন্তান কিন্তু জেনে গেল, ওর বাবা মিথ্যা বলে। জেনে গেল, এভাবে মিথ্যা বলা যায়। তাই, স্কুলে শেখা ‘সদা সত্য কথা বলিব’ নীতিবাক্যটি ওর কাছে ঝাপসা হয়ে আসে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।