আমাদের কথা খুঁজে নিন

   

বই সম্পদ না সম্পত্তি ............



ভালবাসার ঘর LOVER HOUSE ( মননশীল পাঠকদের জন্য ) ( এই বইয়ের রয়েলিটি বাবদ সমুদয় টাকাই king-queen নামক একটা চ্যারিটি শিশু সংগঠনের জন্য ব্যয় হবে। ) We want to see smile child - মহারাজা উৎসর্গ : সেই সব হতভাগাদের জন্য যারা বই আর বউয়ের পার্থক্য বোঝে না । শান্তনা এটুকু যে-দুটি-ই ঝুকিপূর্ন বস্তু , চুরি হতে পারে যে কোন সময়ে- ই । এক। পুঁবের জানালায় দু-পা উচু করে ঠেকিয়ে ঘাড় আর মাথার অংশ বিছানায় রেখে খালিদ মাহমুদ ওরফে শুভ আলস্য ভাংগার চেস্টা করছিলো।

একটু আগেই সে বাথরুমে ন্যাংটো হয়ে গোসল সেরে সকালের নাসতা খেয়ে শুয়েছে। রাতের অসমাপ্তিত প্যাকেজ স্বপ্নের শেয দৃশ্যটা ও কিছুতেই ভুলতে পারছে না - পন্চাশোর্ধ রমনীর সবাই যোল বছরের তন্বী হয়ে যাচ্ছে সাড়ে তিন বছরের এক ছেলে বাচ্চার প্রচ্ছাপ খেয়ে। ........................। ................................................................. ................. বড়দের জন্য লেখা এ বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। পাওয়া যাবে বই মেলায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।