আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ বাঁচাও আন্দোলন


আমাদের উপমহাদেশ যেসব জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলার রাজকীয় বাঘ তথা রয়েল বেঙ্গল টাইগার। এই বাঘ আমাদের অহংকার। আমরাও একে নিয়ে অহঙ্কার করি। কিন্তু এখন আমাদের জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা আমাদের অহঙ্কারকে বিদেশিদের হাতে তুলে দিয়ে কাঁচা টাকা কামাচ্ছি।

এই বছরে একটা বাঘকে জনগণ এই অজুহাত দিয়ে মারল যে, এটি রাতে বেরিয়ে পড়ে তাদের জানমালের ক্ষতি করতে পারে। অথচ মানুষই বাঘটাকে মারল। ভারতে বাঘ বাঁচাও আন্দোলন হচ্ছে। আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো ? ভারতের সুন্দরবন আসলেই সুন্দর বন। ওদের কাছে চিতাবাঘও আছে।

আমাদের সেই তুলনায় কিছুই নেই। অল্প কিছু হরিণ , কিছু বাঘ আর নানাধরণের পাখি ছাড়া আমাদের সুন্দরবনে দেখার মত কিছু নেই। তাই, সরকারের প্রতি আমার বিনীত নিবেদন, প্লীজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজজ সুন্দরবন বাঁচান
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।