আমাদের কথা খুঁজে নিন

   

সাদা তুষারের দিনে জেগে উঠা বরফগলা মেয়ে



ফড়িং আর তুষার জড়াজড়ি করে আমার চারদিকে উড়াউড়ি করে, ক্যামেরার রুপালী ফ্লাশে লাফালাফি করে ডাগর চোখদ্বয়। সাদা তুষারের ছোঁয়ায় বিকেলের শীতল হাওয়াও সাদা হয় উঠে। বরফগলা কাদা জলের সাথে ঝরাপাতারা মাখামাখি করে থালাবাটি খেলে, রঙের মনে রঙ নেই এবং ঘুমের চোখে ঘুম নেই তবুও ল্যাম্পপোষ্টের আলো ধার করে জম উঠে ল্যাপটপে আবাদ ফেইসবুক চাষাবাদ, সদ্য ফ্রক ছেড়ে স্কার্ট শুরু করা মেয়ে প্রায়ই নতুন ছবি আপলোড করে। ফড়িংয়ের উপমা দিতে গিয়ে মেয়ের ছবি ভেসে উঠে উড়ন্ত তুষার ছুঁয়ে যায় মেয়ের চুলে ও গ্রীবায় ফেইসবুকের মত ইদানিং মেয়েটিও সাদা তুষারের দিনে জেগে উঠে। সে বরফগলা মেয়ে সে পাতাঝরা মেয়ে সে ঘোমটা টানা মেয়ে সে ফেইসবুক মেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.