আমাদের কথা খুঁজে নিন

   

বৃথা আস্ফালন

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
হঠাৎ করে মনের রঙ বদলে যায়, আঁকাবাকা রাস্তায় হেটে চলার মত নষ্ট সময়ের রঙও বদলে যায় । নিষ্ঠুর আলোর সাথে ছায়াগুলোও একদিন বদলে যায়, সবুজ রঙের পাতারা বদলে হয়ে যায় ধুসর, সকালের শিশির বিন্দুরাও কি বদলে যায়? সাদা মেঘের ভেলারা বদলে যায়, বদলে যায় কালো মেঘের ঘনঘটা, একসময় বদলায় বৃষ্টির ছোট ছোট ফোটা । নীল আকাশের রঙও বদলে যায়, কষ্টেরাও বদলে হয়ে যায় শুষ্ক । তবু কেন কষ্টের পিছে ছোটা? শুকতারাও বদলায় সকাল সন্ধায় । লাল রঙের রক্ত বদলে হয়ে যায় কালচে, আদিগন্ত বিস্তৃত জলরাশি বদলে হয়ে যায় মরু । ভালবাসা কি বদলে যেতে পারে? চোখের ভাষা বদলে গিয়ে হতে পারে ক্রন্দন । আসলে সবই বৃথা আস্ফালন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।