আমাদের কথা খুঁজে নিন

   

এপিঠ-ওপিঠ

আমি এবং আরণ্যক ছাইরংয়া বধ্যভূমিতে দাড়িয়ে দেখছি শেষ সূর্যাস্ত

শূন্য বঁকখালির চঁরে পড়ে আছে শুভ্রতার সাদা শরীর, পাশের ধুমায়মান চুল্লির বামপাশে কিছুটা সংশয় মেশানো অবিমৃশ্য মাড় ; তার পিঠের উপরের অবিন্যস্ত মেঘের ভাঁজে ঝরে যাওয়া কুড়ির অবিমিশ্র টানাপোড়ন। দ্বিধাদন্দ্বের অদৃশ্য জ্যামিতিক মারপ্যাঁচে, প্রথমে ভয়, তারপর নিষিদ্ধ অমৃত আকন্ঠ গিলে; অবশেষে যুদ্ধ শেষে প্রশান্তির সমীরনে নিথর হয়ে যাওয়া দুটো নির্জীব শরীর । তৃপ্তি মৃদ্রার ওপর পিঠে অঙ্কিত এঁটো চিত্রকলায়, মেঘশূন্য আকাশের দিকে অর্থহীন চেয়ে থাকা নীলকন্ঠ পাখির অসাড় জীবন-যাপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।