আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বাঘদের স্বর্ণ পদক জয় !



এস এ গেমসে এবারই প্রথম যুক্ত হলো টি-টুয়েন্টি ক্রিকেট। প্রথম বারের খেলায় বাংলাদেশের ছোট বাঘেরা ( অনুর্ধ-২১) তাতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয়ের গৌরব লাভ করেছে। ফাইনালে তারা শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়েছে। গ্রুপ পর্যায়ে বাংলাদেশ এই শ্রীলঙ্কার কাছে হেরেছিলো। এর ফলে প্রতিশোধটাও হাতেনাতে নেয়া হলো।

সেমিতে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। কালকের ম্যাচে বাংলাদেশ দল বারবার চাপে পড়েছিলো। শেষ পর্যন্ত চাপকে জয় করে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৬ রানে জেতে। টসে জিতে ব্যাট হাতে ৭ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা এক পর্যায়ে ২ উইকেটে ৯২ রান করে ফেলেছিলো।

সেখান ধীরে ধীরে বাংলাদেশ ম্যাচে পেরে। শ্রীলঙ্কার লোয়ার অর্ডারও ম্যাচ প্রায় বের করে ফেলেছিলো। শেষ পর্যন্ত চাপকে জয় করতে সক্ষম হয় বাংলাদেশ। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৫১ রানে। স্বর্ণজয়ী ছোট বাঘদের অনেক অনেক অভিনন্দন !!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।