আমাদের কথা খুঁজে নিন

   

৫ ফেব্রুয়ারী শাহবাগের আড্ডা ,ডেসক্রিপসনের বর্ননা। পর্ব ২

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

অল্প কয়জন ব্লগার মিলেই আমরা যে মজা করলাম পিকনিকে সারা দিন কি মজা হবে ভাবতেই আমার অনেক মজা লাগছে । দুধের স্বাদ পানিতে মিটানোর জন্য কবিতাটা পড়ুন প্লিজ। ১ সরল মানুষ বড়ই সরল হালকা পাতলা গড়ন লালসালু ভাই বেশ লম্বা দেখলে লাগে শরম। ক্যামেরাম্যান মজার মানুষ ক্যামেরা নাই হাতে সমুদ্র কন্যা চুপ চাপ বসে ছিল তার সাথে। সোহান দুষ্টের জন্য আমার আদর লাগল বেশি দ্রহি ভাই জানিয়ে দিল সে নাকি মোর দেশি। পাহারের কান্নার লম্বা চুলে দেখতে লাগল বেশ কালপুরুষদার কথা বলেই কবিতা করব শেষ হাসিমুখে তিনি যখন এলেন আমার সামনে সে উত্তেজনার কথা আমি প্রকাশ করি কেমনে? ২ সেই দিনের সেই সন্ধাটা স্বরনীয় হয়ে থাক সেদিনের প্রধান আকর্ষন ছিল ফ্রায়েড কাক কথা ছিল সবাইকে আমি খাওয়াব গরম কফি কফির অভাবে চা খেলাম আমারটা দিলাম ফাঁকি "চপ" গুলো ছিল দারুন মজা ঝালও ছিল বেশ কালপুরুষ দা এনে দিতেই একনিমেশে শেষ। সবশেষে আমরা সবাই করলাম ফটেসেসন আশায় থাকুন ব্লগার সকল একটাও দিবনা এখন। হু হু একটাও দিবনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।