আমাদের কথা খুঁজে নিন

   

ওর সাথে আমার দেখা আর আমাদের মিষ্টি প্রেমের সফল পরিসমাপ্তি

আমি খুব সাধারণ একজন মানুষ । একটু অন্তর্মুখী, নিজের মনের নিভৃত কোণেই বড্ড বেশি বিচরণ আমার । ভালবাসি সাহিত্যের খোলা পাতা, ভালবাসি প্রযুক্তির আঙ্গিনা আর ভালবাসি প্রাণের স্পন্দন । ফেসবুকে আমিঃ http://facebook.com/rupkotharkabbik অনেক দিন পর একজনের সাথে দেখা । এই মানুষটাকে হয়ত আমি ভালবাসতাম ।

ও বাসতো কিনা তা কখনও জানা হয় নি । হঠাত্‍ দেখে চিনতে পারি নি । ওই আমাকে ডাকল । ওঃ শুনছেন? আমিঃ জ্বি বলুন । ওঃ আপনি কি রূপকথা? আমিঃ হ্যা, কিন্তু আপনি? ওঃ চিনতে পারলে না তো? আমিঃ না......ও মাই গড! তুমি! ওঃ হ্যা আমি ।

কেমন আছ? আমিঃ এইতো যেমন থাকবার কথা । তুমি কেমনআছ? ওঃ আছি কোনরকম । আমিঃ বিয়ে করেছ? ওঃ নাহ! আমাকে বিয়ে করার মত পাগল কোথায়! আমিঃ হুম! ভালোই বলেছ । ওঃ তোমার হাসবেন্ড কি করে? আমিঃ বিয়ে করি নি তো! ওঃ কেন কর নি? আমিঃ কারও জন্য অপেক্ষা করছিলাম বোধহয় । ওঃ (দীর্ঘশ্বাস) আমিঃ জানতে চাইলে না সে কে? ওঃ জেনে কি হবে? আমিঃ এইতো তোমার দোষ ।

কখনও নিজে থেকে কিছু চাইলে না, জানলে না । তা নাহলে আমাদের গল্পটা আজ অন্যরকম হতে পারত । ওঃ আমাদের? আমিঃ কিছুই কি বোঝোনি? ওঃ বুঝেছিলাম । কিন্তু সে সাহস তো তখন আমার ছিল না । আমিঃ এখন আছে? ওঃ হুম ।

কিন্তু সময় যে পার হয়ে গেছে? আমিঃ কিছুই শেষ হয় নি । তুমি আমি সবকিছু নতুন করে সৃষ্টি করে নেব । ওঃ সত্যিই পাশে থাকবে তো? আমিঃ সত্যি সত্যি সত্যি । ওঃ তবে তৈরি থেকো । আমিঃ যাবার আগে কিছু বলবে না? ওঃ জাতীয় সঙ্গীতের প্রথম লাইনের দ্বিতীয় অংশটা মনে আছে? আমিঃ আমি তোমায় ভালবাসি ।

ওঃ আমিও । মাঝে মাঝে এমন উদ্ভট চিন্তা ভাবনা করতে ভালই লাগে । কিন্তু জীবনটা কি সত্যিই এমন সোজাসাপ্টা? চাইলেই কি সব কিছু পাওয়া যায়? পাই আর না পাই, সুখের এমন দিবাস্বপ্ন আমি দেখেই যাব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।