আমাদের কথা খুঁজে নিন

   

সুখের ভেলায়



নিস্তব্ধ অন্ধকার শহর দু’টি আলো জ্বলছে দুরে কোথাও শেয়ালের ডাক শুধু আলো দু’টির পরস্পরের উপর আলোকপাত ॥ স্নিগ্ধ বাতাস তবুও গা ঘামছে সুখের ভেলায় অসম্ভব কষ্ঠ অগ্নিদগ্ধ দু’টি আলোকছটা। নিশানা, ভাজে ভাজে অন্ধকারে বাধাহীন প্রবেশ দ্বার তবুও বাধাই কাম্য... কি অনুভূতি, বিশ্রীত ক্লান্তিবোধ। সুখের ভেলায়, অসম্ভব আনন্দকষ্ঠ ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।