আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপ

বিস্ময় মুছে দিও না...

আক্ষেপ তাড়িত এ জীবন-বাস্তব... কৌশরের আবদার পূরণ হয় না বার্ধক্যের সময় ফুরিয়ে যায় আর যৌবন সুবর্ণ বসন্ত তবুও আক্ষেপ থেকেই যায় সোনালি সোনালি আবেগের প্রবাহ আক্ষেপে থমকে দাঁড়ায় প্রিয়তমার নিরবতায়। স্বভাব কবির আক্ষেপ- জীবন এতো ছোটো কেনো! অস্তিত্ববাদীর আক্ষেপ- জীবনোভার কী অসহনীয়! বহুমাত্রিক সময় পরিক্রমায় জীবন গহনে নিভু নিভু আলো ঘাড়ে নিশ্বাস ফেলছে ভয়াল মৃত্যু দানব এ-এক অনিশ্চিত শোভাযাত্রা। হৃদস্পন্দনে বাজে সল্পতার ঘন্টা ধ্বনি দুঃস্বপ্নের কাছে নতজানু ইচ্ছের উচ্ছাস প্রকৃতির দাম্ভিক স্বৈরতন্ত্রে ভিক্ষুক হয়ে বেঁচে থাকা অপার বিস্তৃত মহালোকে জীবনের সহযাত্রি মৃত্যু! কলস্বরে কেবল একটি অন্তর্ধ্বনি- আক্ষেপ আক্ষেপ আক্ষেপ আক্ষেপ-আক্ষেপ-আক্ষেপ ২০/০৯/০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।