আমাদের কথা খুঁজে নিন

   

" এক জনমে "



" এই এক জনমে কত কিছু চাইলাম! সবই কি পেয়েছি তার? যাকে আঁকড়ে ধরতে চাই, সেই নিজেকে গুটিয়ে ফেলে। যার প্রতি সদয় হয়েছি, পাশে থাকতে চেয়েছি, সেই ছলনায় পাশ কাটিয়ে দূরে চলে গেছে। অথবা যখন খুব অসহায় বোধ করেছি , ভেবেছি কেউ নীর্ভরতার হাত বাড়িয়ে দেবে। হায়! সব ই ফাঁকি! চেয়েছিলাম নদীর তীর ঘেঁষে ঘর বানাবো পাশে থাকবে কাশবন। হায়! তার আগেই ভাঙ্গন ধরল নদী।

কি আর হলো এই এক জনমে। যাকে ভালবেসে মালা দিতে চেয়েছি, সেই আজ পর হয়ে গেছে। প্রতি বসন্তেই চেয়েছি, তাকে বলবো না বলা মনের কথা গুলো। আজও বসন্ত এসে কড়া নাড়ে, কিন্তু তার দ্বারে আজো কথামালা পৌঁছে দেয়া হলো না। নীভৃতে বসে একা একা ভাবি, কি পেলাম এই এক জনমে? না পাওয়ার বেদনায় সঙ্গী হয়ে থাকে প্রতিক্ষন।

হাতড়ে খুজে ফিরি, সব স্মৃতি ফিকে হয়ে আসে। কিছুই পাওয়া হলো না এই এক জনমে। আজন্ম ছলনায় কেটে গেল এই জনম। ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।