আমাদের কথা খুঁজে নিন

   

১০+ এবং ১৮+দুইটি মজাদার কালেক্টেড জোক্স (যদিও কাহিনী পুরান।উপস্থাপনা নতুন)

তাঁকে ধন্যবাদ,এখনো বাঁচিয়ে রাখার জন্য প্রথম হলে উঠার পর প্রকৃতির তাড়নায় তাড়িত হয়ে টয়লেট অভিমুখে গমন করিলাম। শারীরিক চাপশক্তি ও অভিকর্ষের প্রভাবে মহা আনন্দে কর্ম সাধন করিতে লাগলাম হঠাৎ টয়লেটের দরজায় একটা লেখা চোখে পড়ল " ডানে তাকান" আমিও নিউটনের চতুর্থ সুত্র আবিষ্কারের আশায় ডানে তাকিয়ে দেখলাম " বামে তাকান " বামে তাকিয়ে দেখলাম " পিছনে তাকান পিছনে তাকিয়ে দেখলাম " উপরে তাকান '' উপরে তাকানোর পর নিউটনের মদনটেকের সুত্রটা আবিষ্কার করলাম উপ্রে সিলিং এ লিখাছিল " এই মহাবিশ্বের প্রতিটি মদন টয়লেটে বসিয়া সামনে-পিছনে, ডানে-বামে, উপরে-নিচে তাকাতাকি করে। এই তাকাতাকির পরিমান মদনের মদনামির পরিমানের সমানুপাতিক এবং এই মদনামি, মদনদেরকে টয়লেটের দিকে আকর্ষন করে । আর ঐ ব্যাটা,টয়্লেটে আইসা এদিক-ওদিক তাকাতাকি করস কেন? নিচে তাকাইয়া যেটা করতে আসছিস সেটা কর ব্যাটা!!!! :-D আরেকবার টয়লেটে বিশেষ কর্ম সম্পাদনের সময় এক মহাকবির বানী চোখে পড়ল। মনে মনে ভাবতে লাগলাম মানুষের প্রতিভা বোধদয় টয়লেটেই পরির্পূনভাবে বিকশিত হয়।আমার যদি ক্ষমতা থাকত তাহলে আমি সেই মহাকবিকে একখান নুবেল প্রাইস দিতাম তার যুগোপযোগী বানীটার জন্য । সেই মহাবানী খানা ছিল এইরকম " থাকিতে হস্ত হইবোনা নারীর দ্বারস্ত, নিজ বাহুবলে আপন চরিত্র রাখিব পবিত্র। '' আমিও তাহার বানীতে অনুপ্রাণিত হয়ে চারিত্রিক পবিত্রতা রক্ষার স্বার্থে বাহুর বল ক্ষয় করিয়া এসেছিলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।