আমাদের কথা খুঁজে নিন

   

আঃলীগ-বিএনপি-আঃলীগ-বিএনপি...... নির্লজ্জতার ঘুর্ণিচক্র।

http://www.facebook.com/Kobitar.Khata

এই পোষ্ট নিয়ে কেউ বাজি ধরতে চাইলে ধরতে পারেন। আমার কথা ঠিক না হলে ১০০টাকা জিতবেন। বিএনপির সংসদে যাওয়াকে নিয়ে যারা আশায় বুক বাঁধছেন, ভাবছেন সংসদ কার্যকর হতে যাচ্ছে, সংসদই সকল আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে তাদের বলছি, আপনি মিছেই স্বপ্ন দেখছেন। আমি বলছি বিএনপি সংসদে যাবে, ৯০ কার্যদিবস অনুপস্থিতি প্রায় হতে চলল। তারা আবার হাজিরা দিয়ে আগামী দেয় দু'বছরের জন্য সকল সরকারী সুযোগ সুবিধা নিশ্চিত করবে, তার পর সংসদে কোন কিছু নিয়ে একটি গন্ডগোল পাকিয়ে ''আমাদের সংসদে কথা বলতে দেওয়া হচ্ছেনা, সরকারীদল চায় না আমারা সংসদে থাকি'' এই টাইপের কথা বলে সংসদ থেকে আবার বেরিয়ে যাবে।

১৯৯১- ২০১০ পর্যন্ত আমরা সকল বিরোধী দলের কাছ থেকে এমন নির্লজ্জ আচরনই দেখে আসছি। এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ সেই একই নাটক, সেই নাটকের একই পাত্র পাত্রী আঃলীগ ও বিএনপি। সুতরাং আপনি তাদের থেকে এর থেকে ভাল কোন নাটক ও ভাল কোন অভিনয় আশা করতে পারবেন না। আমরা অনেকেই ভেবেছিলাম ১/১১ পরবর্তী সময়ে তাদের কিছু শিক্ষা হয়েছে, তাদের রাজনীতির মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু তারা প্রমান করল কুত্তার লেজ কখনও সোজা হওয়ার নয়।

বাঁকা লেজ দেখতে না চাইলে একমাত্র সমাধান লেজ কেটে পেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।