"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com
" ও লালন তুমি চিনতে যদি তাকে
ছাড়তে তুমি একতারা পড়তে গহীন ফাকে
তার এক চিলতে ছলনা যদি পড়িতো তোমার মনেতে
কৃষ্ণ হয়ে রাধাঁ সুর তুলিতে বাশেঁর বাঁশিতে-- --।।
তার মনে মন মজাইয়া ভুলিলাম তোমারে
আপন আমার পর হইলো হারাইলাম আমি আমারে
আত্বা হারা নিথর দেহ ভাসলো যমুনা বাকেঁ
ও লালন তুমি চিনতে যদি তাকে ।।
তার চোখের নজর লাগিলে তুমি ছাড়িতে আরশীনগর
সুরের সাম্পান ভিড়িয়ে সেথায় করিতে যে নোঙর
মনে হইতো পাইছি তারে তালাশ করছি যাহাকে --- ---
ও লালন তুমি চিনতে যদি তাকে ।। "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।