আমাদের কথা খুঁজে নিন

   

আবু বকরের আসল খুনী...

সবাইকে শুভেচ্ছা...
আবু বকরের পিতার কাছে সন্তান আবু বকর কি ততটাই প্রিয় ছিলনা যতটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে উনার পিতা? নাকি জাতির পিতার মৃত্যু বাকি সব মৃত্যুর চাইতে আলাদা? অধিক শোকাবহ? অধিক গুরুত্বপূর্ণ? ১৯৭৫ সালে শেখ মুজিব হত্যাও সংঘটিত হয়েছিল রাতের আধারে, অত্যন্ত কাপুরুষচীত কায়দায়। আবু বকরকেও একই ভাবে রাতের আধারে খুন করা হল। প্রশ্ন উঠ্‌ছে কে বা কারা খুন করল আবু বকরকে? এখানে সম্ভাব্য আসামী দুইজন; এক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল আওয়ামী লীগের অংগ সংগঠন ছাত্রলীগের জংগী নেত্রীবৃন্দ, দুই, প্রধানমন্ত্রীর মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ধীন পুলিশ। এক সপ্তাহও হয়নি আইনী প্রক্রিয়া শেষে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়েছে ’৭৫এর খুনীদের। আইনী শাষনের জয় হয়েছে এমন একটা উপলব্ধি হতে মানুষ শোকরানা আদায় করেছে, বিচার ব্যবস্থাকে শ্রদ্বা জানিয়েছে, অতি উৎসাহী কেউ আবার মৃতদেহের প্রতি জুতাও ছুড়ে মেরেছে।

এ সবই হয়েছে গণতন্ত্রের নামে, আইনী শাষনের ছায়াতলে। স্বাধীন ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে সন্মান জানিয়েই জানতে চাই, আবু বকরের পিতা যদি আইনের আশ্রয় নিয়ে তার সন্তানের খুনীদের বিচার দাবি করেন, পাবেন কি স্বচ্ছ বিচার? খুনীদের লেজ ধরে টানলে যার মাথা বেরিয়ে আসবে তা কি স্বয়ং প্রধানমন্ত্রী নন? তিনি চাইলেই এ খুন আটকাতে পারতেন, প্রয়োজন ছিল শুধু একটা নির্বাহী আদেশের। কিন্তূ তা দেন্‌নি, দিতে পারেন্‌নি ক্ষমতার সমীকরনে। জংগী ছাত্রলীগারদের কর্নধার উনি নিজে, মন্ত্রীসভার মালিকও তিনি। দু’আসামীর যে কেউ দোষী সাভ্যস্ত হোক না কেন, আবু বকর খুনের মুল আসামী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনাবা শেখ হাসিনা ওয়াজেদ।

আমরা দেখতে চাই বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলে এবং এ আইনের হাত সবার জন্যে সমান লম্বা। '৭৫ হত্যার সূবিচার পাওয়া গেলে আমরা আশাকরব ২০১০ হত্যার সূবিচারও পাওয়া যাবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।