আমাদের কথা খুঁজে নিন

   

একই চেতনায় একই সৌহার্দ্য আর একই সংহতি নিয়ে একাত্তর ফিরে এসেছে বিজয়ের প্রতিশ্রুতি নিয়ে!

আপনাকে স্বাগতম! একাত্তর আর দু’হাজার তেরো: একই মুক্তিযুদ্ধের চেতনা একই পটভূমি: একুশের চেতনা, যা থেকে স্লোগানের জন্ম “জয় বাংলা” একই রাজনৈতিক প্রতিপক্ষ: জামাত আর শিবির (তৎকালীন ছাত্র সংঘ) একই অস্ত্র প্রতিপক্ষের: ধর্মভিত্তিক বিভাজন সৃষ্টির চেষ্টা একই প্রতিরোধ বাঙালির: মুসলমান হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ আদিবাসী সকলেই বাঙালি একই স্লোগান: জয় বাংলা/ পদ্মা মেঘনা যমুনা - তোমার আমার ঠিকানা অতএব একই ফল হবে: ধর্মভিত্তিক অস্ত্রের নিষ্ফলতা, বাঙালির বিজয়! একই চেতনায় একই সৌহার্দ্য আর সংহতি নিয়ে একাত্তর ফিরে এসেছে বিজয়ের প্রতিশ্রুতি নিয়ে! একাত্তরে বিজয়ে আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। এবার পাচ্ছি স্বাধীনতা-বিরোধী-মুক্ত বাংলাদেশ। চূড়ান্ত বিজয় পর্যন্ত সুবিধাবাদী সরকারকে চাপে রেখে আন্দোলন চালিয়ে যেতে হবে। জয় বাংলা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।