আমাদের কথা খুঁজে নিন

   

অংক জ্যামিতি পাজল ধাঁধাঁ

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

১। ১২ টা ক্রিকেট বল। একটা আছে নকল, বাইরে থেকে বোঝার উপায় নেই কোনটি, হালকা ও হতে পারে ভারী ও হতে পারে আসল বলের ওজনের তুলনায়।

একটা নিক্তি/পাল্লা আছে, মাত্র ৩ বার ব্যবহার করতে পারবেন নিক্তিটি। বের করতে হবে কোনটি নকল বল। ২। রাবার দিয়ে আটকানো আছে ৩ টি বৃত্ত যার ব্যাস ১০ সে.মি.। রাবার এর দৈর্ঘ কত? এটা বেশি সোজা তাই১০ সেকেন্ডের বেশি সময় নেয়া যাবে না।

৩। অর্ধবৃত্তগুলোর ব্যাস / বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.। হলুদ অংশের ক্ষেত্রফল কত? ৪। এক-চতুর্থাংশ বৃত্তগুলোর ব্যাসার্ধ / বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.। হলুদ অংশের ক্ষেত্রফল কত?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।