আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসে আমার দূর্দশা দেখবেন!

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

মানুষতো মানুষকেই ভালোবাসবে। আমি ভালোবাসার দরিয়ায় থেকেও তা থেকে বঞ্চিত হলাম। প্রকৃতই এখন আর কাউকে ভালোবাসতে মন চায় না। মানুষ কে ঘৃণা করতে শিখবো বা শিখতে হবে। আর কারো জন্যে অপেক্ষা নয়।

ঘুঁরে দাড়াবো, নিজের উপর। প্রত্যয়ী,আত্মবিশ্বাসী হতে শিখবো। আর ত্রাণ নয় দয়া নয় অধিকার আদায় করে নিব। বাদ বাকি কিয়ত অংশ নিয়তির উপড় ছেড়ে দিব। শুধু ভালোবাসা দিবসে কষ্ট পাবো ।

কোন এক অভাগী এই ভালোবাসার নীল দরিয়ায় ঝাপ দিলো না। তাতে কোন আক্ষেপ নেই। আক্ষেপ এই ভেবে যে , আমার প্রিয় ব্লগ তাতে লিখতে না পারার । দুঃখ পথভ্রান্ত হয়ে থাকার কারণে অনেক বিষয়বস্তু জাতীয় গুরুত্বপূর্ন ইস্যু আমার হাত ছাড়া হয়ে গেলো। আবার লিখবো, জাতীয়,আন্তর্জাতিক অসংখ্য বিয়য় যা আপনাদেরকে নিত্য নতুন বিষয় বস্তু উপস্থাপনায় নিজেকে প্রকাশ করবো।

সর্বশেষে প্রকাশ করবো এক প্রতারিত ভালোবাসার গল্প।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.