আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার পথে (পর্ব-১)

চিরকাল বাস্তবতা কে পাশ কাটিয়ে আবেগের রাস্তায় হাটঁছি...... ক্লান্তি নেই...!

নিজের কথা বলতে কার না ভালো লাগে? । আমি তার বাতিক্রম না! তাই ধারাবাহিক ভাবে কিছু বলতে শখ হইছে। এখন কি করা যায়?? । ? যাই হোক বাদ দেন ফালতু কথা। শোনেন...... মাদারীপুর জেলায় আমার বিচরন দীর্ঘ ১০ বছরের ও বেশি সময়।

, প্রথমে মাদারীপুর জেলার অন্তরগত রাজৈর উপজেলা আর তারপর মাদারীপুর সদর উপজেলা। সত্যি কথা বলতে কি, এয় জেলা কে আমি কখনো নিজের করে ভাবি নাই। আক্রিতজ্ঞ বলবেন? এটা ছিল তখনকার বাস্তবতা। ১৯৯৮ সালে যখন মাদারীপুর জেলায় আমি পা রাখি, তখন আমার বয়স মাত্র ৮ বছর। যাবার পর পর ই শুরু হল বন্যা।

এখন মনে হয় আমাকে বিকশিত করার জন্য হয়ত ওটা ছিল প্রস্তুতি, । মাদারীপুর এর মাটি পরিস্কার হএছিল বন্যার মাধ্যমে! ( কি মনে হচ্ছে?- “ভাবে” গগন ফাটে,……!) বলতে গেলে আমার আমিত্তের বিকাশ এখানেই,। , কুমার নদীর তটে। স্কুল কলেজের প্রফাইল বলা আমার গল্পের চরিত্র না, তাই বলব না। ৮ম শ্রেনী পর্যন্ত আমি রাজৈ্র এ ই ছিলাম তখন ও ভালো করে কিছু বুঝি না উপলব্ধি করি না।

যখন কিছু বুঝতে শুরু করলাম তখন আমার বসতি মাদারীপুর সদর, নবম শ্রেনী, ইউ আই স্কুল। এএএ…… হে আমি কি স্কুল কলেজ এর প্রফাইল বলে ফেললাম। ? যা হক প্রিন্টিং মিস্টেক মনে করেন। আর তখনি বুঝতে শুরু করলাম এটা জীবন, এটা সমাজ, এটা বাস্তবতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।