আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টে ৫ম সংশোধনী বাতিল হয়েছে: তাহলে ভারতের সাথে গোপন চুক্তি কি সংসদে পেশ করা হবে না ?



২০০৫সালের ২৯ আগস্ট হাইকোর্টে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করা হয় । এই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো । হাইকোর্টের রায়ে সংবিধানের ৬,৮,৯,১০,১২,২৫,৩৮,৪২ ও ১৪৫ অনুচ্ছেদ বাতিল করা হয় । এখন আসুন দেখি সংবিধানের ১৪৫ অনুচ্ছেদে কি আছে ? সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ (আন্তর্জাতিক চুক্তি) ঃ বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাস্ট্রপতির নিকট পেশ করা হবে এবং রাস্ট্রপতি তা সংসদে পেশ কর বার ব্যবস্থা করবেন ।

এখন পর্যন্ত ভারতের সাথে শেখ হাসিনার এবাবের সফরের করা চুক্তি রাস্ট্রপতির নিকট পেশ করা হয়েছে কিনা জানা নাই । বা রাস্ট্রপতির নিকট পেশ করা হয়ে থাকলেও তা সংসদে পেশ কর হয়নি । আর হবেও না তাই নয়কি ? প্রভুর সাথে করা চুক্তি যা সাউথ ব্লকের ড্রাফট করা তা আমাদের জানা দরকার কি তাই না ?? এই লেখা দেখে কিছু দালাল লিখবে বিএনপি কি করছে বা কি করতো ? আমি মনে করি দেশের স্বার্থ বিসর্জন যে দিবে সেই দেশের শত্রু । "I hate both pro Indian and pro Pakisthani DALAL" -------------এবং যারা এসব বলে সত্য ঢাকতে চায় তারাও । অফপিক : ০১।

একবার এক বিচারপতির এরশাদের সাথে ফোন আলাপ নিয়ে হইচই হয়েছিল । ০২। এক বিচারপতির জাল সার্টিফিকেট নিয়ে অনেক কথা হয়েছে । ০৩। আর সবাই জানে বিচারপতির নিয়োগ করে সরকার ।

(কি ক্রায়টেরিয়া তা আর নাই বললাম !) উল্লেখিত বিষয়ের সাথে রায়ের কোন সম্পর্ক নাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.