আমাদের কথা খুঁজে নিন

   

দুই প্রবাসীর স্বপ্নভঙ্গ

korchagin_pavel@yahoo.com

১ তারিখের সমকালের একটা সংবাদ আমি কয়েকবার পড়েছি। স্বদেশ নিয়ে দুই প্রবাসীর কতইনা হতাশা। এখানে একজনের অংশটা তুলে দিলাম। পুরাটা পাবেন এখানে । দুই প্রবাসীর স্বপ্নভঙ্গ যুক্তরাষ্ট্রে প্রবাসী দুই বাংলাদেশি দীর্ঘদিন পর এসেছিলেন স্বদেশে।

একজনের ১২ দিনের সফরের ৬ দিন কেটেছে গাড়িতে। অন্যজন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা দেখে অতীষ্ঠ, হতভম্ভ হয়ে পড়েছিলেন। ...... ... দেশ এগোবে কীভাবে? ড. ফায়জুল ইসলাম ৬ বছর পর দেশে এসেছিলেন ২২ ডিসেম্বর। ফিরে গেছেন ৯ জানুয়ারি। উদ্দেশ্য ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উৎসবে যোগ দেওয়া।

গ্রামের বাড়ি নোয়াখালী ঘুরে যাওয়া। তার অভিজ্ঞতা তার ভাষায়, অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমান যখন ঢাকার আকাশে, তখন মনের মধ্যে আবেগ উচ্ছ্বাস। মনে হচ্ছিল গলার মাঝে কী যেন আটকে আছে। সেই আবেগ দীর্ঘস্থায়ী হলো না। ইমিগ্রেশনে দীর্ঘ লাইন।

এক ঘণ্টা পর পেঁৗছলেন ইমিগ্রেশন কাউন্টারে। সেখানে সময় লাগানো হলো আরও আধা ঘণ্টা। কর্তব্যরত অফিসারটি কম্পিউটারে টাইপ করছিলেন এক আঙুলে। লাগেজ নিতে গিয়ে আরেক বিড়ম্বনা। সেখানে দুটি চ্যানেল।

ফলে কোনটিতে তার লাগেজ তার জন্য ছোটাছুটি করতে হলো। বিমানবন্দরের বিড়ম্বনা থেকে বের হয়ে পড়লেন আরেক বিড়ম্বনায়। রাস্তায় যানজট। যানবাহনগুলো চলাচল করছে কোনো নিয়মনীতি না মেনে। বাসা থেকে বের হলেই পড়েছেন যানজটের কবলে।

তিনি জানিয়েছেন, উত্তরা ও গুলশান এলাকার বিভিন্ন অভিজাত ক্লাবগুলোতে অবাধে ধূমপান করতে দেখে তিনি বিস্মিত হয়েছেন। বিদেশে এ ধরনের ক্লাবগুলোতে প্রকাশ্যে ধূমপান করা যায় না। এর জন্য আলাদা কক্ষ রয়েছে। ওয়েস্টিন, শেরাটন, র‌্যাডিসন হোটেলে বিভিন্ন পার্টিতে অংশ নিয়ে তার মনে হয়েছে দেশের অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু যখন ট্রাফিক সিগন্যালে গাড়ি থেমেছে তখন ভিক্ষুকের সংখ্যা দেখে বোঝা গেছে দরিদ্রের সংখ্যা কত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।