আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের কাক



হে কাক ভোরের কাক আজ আমাদের কথা থাক তোমার কথা বলি হে কাক তোমার ভাষার কোন বিবর্তন নাই তুমি হিন্দি ইংরেজী বা ফারুকীর প্যাকেজ বাংলাও শিখ নাই সকাল ৫:৩৫ বাজলে আজও শুনতে পাই কা..কা..কা..কা..কা..কা..কা..কা..কা..কা..কা..কা.. আজ আর নাই টেলিফোনের তার এক দশকে ঢাকা শহর হচ্ছে ক্রমশ ডিজিটাল নগরের লোক তোমাকে তাড়াতে চায় দূরে অথচ তুমিই পেয়ে গেছো সুউচ্চ টাওয়ার মোবাইলের টাওয়ার তুমি বসো আজ টাওয়ারে টাওয়ারে.. আজ তোমার আসর জমে টাওয়ারে.. টাওয়ারে.. হে কাক তুমি বসে থাক টাওয়ারে তুমি জানোনা এই টাওয়ার দিয়েই এপাশের কত কথা ওপাশে যায় ওপাশরে কত কথা এপাশে আসে কত রোমান্টিক কথা, কথা কত ধান্ধাবাজীর কত মর্মান্তিকতা, রেসিপি আলু পটল ভাজির এস এম এস যায় হাজারে হাজার গরম এম এম এস হয় পচারে পাচার তোমার ঠ্যাং-এর নিচ দিয়ে তারা যায় দিন রাত অবিরত হাজারে হাজার.. হে কাক তুমি বোঝনা কিছুই বোন্দা বলদ তুমি ..আহাম্মক বেকুব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।