আমাদের কথা খুঁজে নিন

   

( অনির্বাচিত বিচারকদের রায়ে ) মুখোশ ছেড়ে আপন ইহজাগতিক চেহারায় বাংলাদেশ রাষ্ট্র



সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আবেদন খারিজ -------------------------------------------------------------------------- বাংলাদেশ কি কোনোভাবেই একটি ইসলামী রাষ্ট্র (দার-উল-ইসলাম) ? না। উনিশশো বাহাত্তরে নতুন রাষ্ট্রের গঠনতন্ত্রে কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ? হয় নাই। তবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কেন ? এতদিন তবু পড়েছিল ইসলামের মুখোশ। জোর করে পরিয়ে দেয়া হয়েছিল। আইনত অবৈধভাবে।

এবার সুযোগ ছিল- নির্বাচিত জনপ্রতিনিধি'রা এবার সুযোগ পেয়েছিলেন; বৈধভাবে, সংসদের সিদ্ধান্তের মাধ্যমে মুখোশ ছুড়ে ফেলে রাষ্ট্রকে আসল চেহারায় ফেরানোর সুযোগ ছিল। কিন্তু আসলে দুই-তৃতীয়াংশের বেশি জনপ্রতিনিধি নিয়ে আওয়ামি লিগ এবারও ভাবে নাই- যে তারা ইসলামের মুখোশ খুলে ফেলে দিয়ে ইহজাগতিক ( সেকুলারিজম ) আদর্শে ফিরবে। তারা বরং জাময়াতে ইসলামির মতো দলকে ঠেকানোর চিন্তা থেকে এটা চাইছিল। আওয়ামি লিগ ভাবে নিশ্চয় যে, দেশের সব নাগরিকরা এটা চায় না। সে ভাবনা থেকেই নিজেদের কাজটা চাপিয়ে দিল আদালতের ওপর।

আদালতের তরফে সিদ্ধান্ত আদায় করে নিল। যে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের। (এখনো তাদেরই সংসদে বিল পাস করে আইন প্রনয়ন করে সংবিধান সংশোধন করতে হবে । তবু সিদ্ধান্তটা আদালতের কাছ থেকে নেয়া হয়েছে বলে নাগরিকদের দেখানো হলো। যেটা জরুরি তো ছিলই না।

বরং আদালত এবং সংসদের উভয়ের জন্য অবমাননাকর এটা। ) সে যাই হোক। কাজের কথা হলো। রাষ্ট্র আমাদের তার আসল চেহারায় ফিরেছে। যে উত্তরাধিকার আমার বহন করে আসছি ইওরোপিয় শাসনের সূত্রে।

যেই ক্রমশ ইহজাগতিক ( সেকুলার ) রাষ্ট্র আমাদের নাগরিকদের ওপর আছে এখনো। মাঝখানে সাতচল্লিশ ও একাত্তরে শাসক বদল হয়েছে মাত্র। রাষ্ট্র কিন্তু তার বৈশিষ্ট্য বদল করে নাই। একটা স্বৈরাচারি শাসনামল সেই বৈশিষ্ট্য ঢেকে রাখতে যে মুখোশ পরিয়েছিল, সেটা আজ যথাযথ কর্তৃপক্ষ না হলেও, সংসদ না হলেও, বিচারকদের মাধ্যমে হলেও, কাজের কথা হলো খুলে ফেলা হয়েছে মুখোশ। বাংলাদেশ একটি ইহজাগতিক (সেকুলার) রাষ্ট্র, ছিল এবং এখনো আছে।

ইওরোপিয় উপনিবেশিক শাসনামল থেকে আজ পর্যন্ত। এখন যদি কোনো নাগরিক বা নাগরিক গোষ্ঠি যদি অন্য কথা বলতে চান, তবে সুযোগ আছে, ইহজাগতিক রাষ্ট্রের জনপরিসর বা পাবলিক স্ফিয়ার অনেক খোলামেলা থাকার কথা। সেখানে কথা বলার সুযোগ আছে। -------------------------------------------------------------------------- পুনশ্চ: কিন্তু কেউ বা কোনো গোষ্ঠী যদি হাউকাউ শুরু করেন যে, ইসলাম গেল! মুসলমান গেল! তবে বলতে হয় যে তিনি বা তারা না বুঝেন রাষ্ট্র আর না বুঝেন ইসলাম। আরে ভায়া! বাংলাদেশ রাষ্ট্রে ইসলাম ছিল কবে? (রাষ্ট্রসত্ত্বার বাইরে সমাজের কথা আলাদা, সেটা বলছি না।

)। আর রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং চরিত্র যদি না বুঝেন নাগরিক হিসাবে তবে, তো আপনার জায়গা হবে না রাষ্ট্রে। ----------------------------------------------------------------------------


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।