আমাদের কথা খুঁজে নিন

   

কোরআন-হাদিসে বর্ণিত রহস্য ও ঘটনাসমুহ

চলার পথ অনেক, সত্য পথ একটাই

আমাদের অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহীম(আ),যিনি খালিলুল্লাহ নামে পরিচিত। তিনি প্রতিদিন একজন মুসাফিরকে সাথে নিয়ে খাওয়া খেতেন যা ছিল আল্লাহসুবহানাতাআলার কাছে খুবই প্রিয়। তো একদিনের ঘটনা;খানা খাওয়ানোর জন্য তিনি মেহমান তালাশ করছিলেন। এমন সময় জনৈক অচেনা লোকের সাথে তার সাক্ষাত্ হল। তিনি তাকে ঘরে নিয়ে এলেন।

যখন খানা খেতে শুরু করবেন,তখন হযরত ইব্রাহীম(আ)আগন্তক মুসাফিরকে বললেন-বিসমিল্লাহ বল। সে বলল-আল্লাহ কাকে বলে আমি জানি না। হযরত ইব্রাহীম(আ)রাগান্বিত হয়ে তাকে দস্তরখান থেকে তাড়িয়ে দিলেন। যখন লোকটি বের হয়ে গেল,তখনই হযরত জিবরাঈল(আ)উপস্হিত হলেন ও জানালেন যে,আল্লাহ তাআলা বলেছেন-আমি তার কুফরী সম্পর্কে জানা সত্বেও সারা জীবন তাকে আহার্য-পানীয় দিয়ে আসছি। আর আপনি একে এক বেলা খাবার দিতে পারলেন না।

একথা শোনা মাএ হযরত ইব্রাহীম(আ)ঐ লোকের তালাশে ছুটলেন। অবশেষে তাকে ঘরে নিয়ে এলেন। কিন্ত সে লোক বেকে বসল ও বলল,আপনি প্রথমে আমাকে তাড়িয়ে দিলেন,পরে আবার সাধাসাধি করে আনতে গেলেন কেন?এর কারণ না জেনে আমি খানা খবো না। হযরত ইব্রাহীম(আ)ঘটনা বর্ণণা করলেন। কাফের লোকটির মধ্যে ভাবান্তর সৃষ্টি হল।

সে বলল-যে মহান পালনকর্তা ফেরেশতা পাঠিয়ে আপনাকে একথা জানিয়েছেন,তিনি সত্যিই পরম দয়ালু। আমি তার প্রতি ঈমান আনলাম। অতপর সে বিসমিল্লাহ বলে হযরত ইব্রাহীম(আ)এর সাথে খানা খেতে আরম্ভ করল। তিনিই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারীর প্রথা চালু করেন। চলবে....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।