আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক- পর্ব ৩

A Hero will Rise Up Just In Time

............................. ........................ ..................................... ........................... ১) একটি মেয়ের ডায়রীর পাতা তুলে দিচ্ছি-- সোমবার: আজ আমাদের জাহাজ ছাড়লো বারো'শ প্যাসেন্জার নিয়ে। মঙ্গলবার: জাহজের ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় হলো, উনি আমাকে ডিনারের নিমন্ত্রন করলেন। বুধবার: আজ ক্যাপ্টেনের সঙ্গে ডিনার করলাম। বিদায় নেবার সময় ক্যাপ্টেন আমার ঠোটে টুক করে চুমু খেলেন। তারপর......তারপর উনি আমাকে বাজে একটা প্রস্তাব দিলেন।

আমি সোজা না করে দিলাম। বৃহস্পতিবার: আজ ক্যাপ্টেন আমাকে বলেছেন, যদি ওর সাথে বিছানায় নগ্ন হয়ে না শুই-- তবে বারোশ যাত্রীসহ জাহাজকে তিনি ডুবিয়ে দেবেন। আরও বলেছেন, বারো'শ যাত্রীর প্রান এখন আমার হাতে। শুক্রবার: আজ আমি বারো'শ যাত্রীর প্রান বাঁচালাম। ২) ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে এক ভদ্রলোক এক প্যাকেট সিগারেট কিনলেন।

একটা ধরিয়ে খেতে খেতে সম্ভাব্য জিনিষপত্র দেখতে লাগলেন। একজন সেলসম্যান এসে তাকে বলল, " স্যার এখানে ধুমপান করা নিষেধ। " ভদ্রলোক রেগে গিয়ে বললেন, " সিগারেট বিক্রী করছেন অথচ ধুমপান করতে দেবেননা। ?" পাশে দাড়ানো এক তরুনী সেলসগার্ল বিনীতভাবে বলল, " আমরা তো স্যার কনডমও বিক্রী করি, তাহলে কি..................?" ৩) এক মহিলা ভূল ছন্দে ভূল ভাষায় অজস্র বানান ভূল করে লিখে এনে সম্পাদকের সামনে হাজির করলেন। কবি-যশ প্রার্থিনীর সেই প্রথম লেখা--যার প্রথম লাইন হলো, ' সে আমায় ভূলিল কেমনে'__ পড়তে পড়তে সম্পাদক ঘাড় নাড়তে লাগলেন, " স্বাভাবিক, স্বাভাবিক।

" " কি স্বাভাবিক? ", আগ্রহ ভরে মহিলা জিজ্ঞেস করলেন। " ভূলে যাওয়াটা। আসলেই তাকে মোটেই দোষ দেওয়া যায়না। " ৪) একটা ছেলে আর একটা মেয়ে লেকের ধারে অন্ধকারে বসে। ছেলেটি চুপচাপ।

মেয়েটি বলল, " তুমি এতক্ষন ধরে কি ভাবছ, বললে তোমাকে দশ টাকা দেব। " ছেলে: ভাবছিরাম, তোমাকে একটি চুমু খেলে কি রাগ করবে? মেয়ে: (লজ্জিত কন্ঠে) রাগ করবো কেন? সুতরাং ছেলেটি মেয়েটাকে চুমু খেল তারপর আবার গম্ভীর হয়ে গেল। মেয়েটি আবার প্রশ্ন করলো, " আবার কি ভাবছো?" ছেলেটা: ভাবছি লক্ষী মেয়ের মতো যে টাকাটা প্রমিস করেছিলে, সেটা কখন দেবে?"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।