আমাদের কথা খুঁজে নিন

   

উদ্দিনদের দুর্নীতি বিরোধী চরিত্র উন্মোচন!



বয়স লুকিয়ে ঢাকা চিড়িয়াখানার জন্য প্রায় পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিলো পাঁচটি জিরাফ। জিরাফগুলো কেনা হয়েছিলো সেই সরকারের আমলে যে সরকার দুর্নীতি বিরোধী অভিযান চালাতে গিয়ে দেশের দুই জন সাবেক প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়েছিলো সরকারি এক তদন্তে বেরিয়ে এসেছে দুর্নীতির এ চিত্র। গত বছর তিনটি জিরাফ মারা গেলে এ তদন্ত শুরু হয়। তদন্ত কমিটির প্রধান মৎস্য ও প্রাণ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরাফগুলোর বয়স নির্ধারণে ত্র"টি ছিলো। "প্রাণী পরিদর্শন ও নির্বাচন কমিটির প্রধান জিরাফ আনতে সরকারি অর্থে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করলেও তিনি কোনো প্রতিবেদন জমা দেননি।" কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রাণীগুলো কেনার ক্ষেত্রে চিড়িয়াখানার বিজ্ঞপ্তি অনুসরণ করা হয়নি। ১৮ থেকে ২৪ মাস বয়সি জিরাফ কেনার কথা থাকলেও কেনা হয় সাড়ে পাঁচ থেকে ছয় বছর বয়সি। ২০০৮ সালের সেপ্টেম্বরে ৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকায় ওই পাঁচটি জিরাফ কেনা হয়। কিন্তু ১৪ মাসের মধ্যেই তিনটি মারা গেলে মৃত তিনটি জিরাফের বয়স নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়। সূত্র : বিডিনিউজউদ্দিন'স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.