আমাদের কথা খুঁজে নিন

   

আশা ছিল প্রান বণ্ধুরে



কখনও দূরে যেতেযেতে মনে হয় অনেক একা আমি। কি ভেবে যেন একাই দাঁড়িয়ে পড়ি । ঘুরে দেখি বারবার । পিছনে িফরে তাকাতে ভয় লাগে । মনে হয সব হারিয়ে ফেলেিছ আমি।

কেন যে এমন হয়। এই বয়সে নাকি এমন হওয়াটাই স্বাভাবিক । মনটা বাউল হয়ে উড়ে যেতেই চাইবে । কিন্তু সমাজের প্রতি দায়িত্ববোধ কেন যেন সেই বাউল হবার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায়। সত্যি বলতে এইতো সেদিন আমি হারিয়ে গিয়েছিলাম কো্থায় যেন ।

আমার কোনো খোঁজ ছিলনা । কোথায় ছিলাম আমি । আমিও জানিনা কেউ জানতোওনা । ঘটনাটা খুলে বলতেই হবে আমাকে । সেদিন গভীর রাতে সুন্দর চাঁদ দেখে কিছুতেই চোখে ঘুম আসছিলনা ।

বাঁধ ভাঙ্গা জোৎস্ণায় নিজেকে ধরে রাখতে পারিনি । সিদ্ধর্তের মতো গৃহত্যাগি হতে মন চাইল । সেই মূহ্ুর্থে আমার মনে আর কিছুই ছিলনা । গ্রামের পাশেই একটি ছোট নদীর পাড়দিয়ে হাঁটছিলাম । মায়াময় জোৎস্না ।

যারা কখনও এমন জোৎসবন্ দেখেসন তারা বুঝবেনা । আমি আনমনা হয়ে পড়েছিলাম একা একা কতদূর হেঁটেছিলাসম আজ মনে নেই । একসময় দেখি চাঁদমাথার উপরে আর আমি নদীর মাঝে অর্ধেক পানিতে দাঁড়িয়ে । আকাশের দিকে তাকিয়ে নিজেকে খুঁজছি । মনে হয় কোনো সময়ে নিজেকেহারিয়ে ফেলেছিলাম।

একসময় নিজেকে পানির নীচে ডুবিয়ে দিলাম । নিজের নতুন জন্ম লাভ হলো । নিজেকে নতুন করে ভাবতে শিখলাম । তারপর কি হয়েছিল আমি জানিনা । মনে হয় দুইদিন পরে পানির নীচ থেকে ভেসে উঠেছিল আমার দেহ ।

মরিনি আমি চাঁদের আলোর পৃথিবীতে আমার নতুন জন্ম হয়েছিল । আশা ছিল পৃিথবীর সব কোলাহল পেরিয়ে নিজেকে বিসর্জন দেব । আসলে পারিনি । শেষ মূহুর্তে মনে হয়েছিল রবার্ট ফ্রস্ট্রের কয়েকটি লাইন..... The woods are lovely dark and deep And I have promise to keep And miles to go before I sleep...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।