আমাদের কথা খুঁজে নিন

   

বুক দুরু দুরু



অনেকদিন পরে আজ বুক দুরু দুরু কাঁপে দেখিলাম দারুন এক কঠিন আঘাতের, রুপ নিয়েছে মোহনায় আজ কালের সাক্ষী বলে। যে যা জানে জানুক না আজ কি যে বলি কোথায় সে লাজ? কঠিন বিপদ দেখে। হয়ত হবে পূর্ব মতন বা তার ই বাহানায় সব, উতরে যাবে দারুন মতন। রক্তের সম্পর্ক কি যে করবে ভাবতে বসেই চোখে এখন, দারুন ভাবে যাচ্ছে সবাই দারুন এক দিনেই বোধহয়। কি যে বলব আর পারিনা গরু খুঁজে চাপবে যেন, বিচার পাওয়া মজলুমেরা হয়ত বা ঠিক ছিল। বা না হয় অন্য কিছুই কিযে যে ভুল পূর্বে ছিল, এখন ও হয় ওরকম হঠাৎ যখন আমার গায়ে। হাত তুলল পাগল বলে মেরে য তাই তাড়িয়ে দিল ইতিহাস মলিন করে, কি যে করবে খালা এখন অনেক দূরের আমি যখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।