আমাদের কথা খুঁজে নিন

   

নিঃ সঙ্গ রাত



চন্দ্রস্নাত এ রাতে আমি আবার একাকী প্রচন্ড রকমের নষ্টালজিকতায় আবার একা শুধু একা। আমার ঘরের ভেন্টিলেটরের ফাঁক গলিয়ে জোছানা আসে আসো না শুধু তুমি কারণ আসার রাস্তাটা বোধ হয় এতো দিনে ভুলে গেছ তাই না। কেন আমাকে নষ্টালজিক করে তুমি চলে গেলে তাতে তোমার কি লাভ হলো কি অপরাধে আমার এমন শাস্তি দিলে তোমাকে ছাড়া তো বেশ ছিলাম দীর্ঘ সময় তবে কেন আমাকে এমন করে কাঁদিয়ে কী সুখ পেলে তুমি ? আমার অপরাধ যদি হয় সেটা হলো তোমাকে ভালোবাসা আর বিশ্বাস করা আর তো কোন অপরাধ আমি খুঁজে পাইনি। ভরা পুর্ণিমার রাতে আমার চোখে ঘুম নেই আমি আবার একাকীত্বের দীর্ঘ প্রহর গুণছি আর আমার রক্ত খচ্ছে মশা আর মশা। তুমি তো ঘুমিয়ে আছো বেশ যেমন ঘুমোতে তেমনি ঘুমে । আমার কথা কী একবারও মনে পড়েনা তোমার কি কারণে তুমি এমন করলে ? পৃথিবীতে ঈশ্বর বলে যদি কেউ থাকেন সেই অদৃশ্যমান দেবতার কাছে আমি তোমার বিরোদ্ধে নালিশ দিলাম দেখি তোমার বিচার তিনি করেন কি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।