আমাদের কথা খুঁজে নিন

   

পছন্দ ও অপছন্দের রাজনীতিবিদ : সর্বদলীয় একটি ব্যক্তিগত তালিকা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

কাকে ভোট দেবো- প্রতি নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে যেতে সেই সিদ্ধান্ত নিই বহুকাল ধরে। আর সংক্ষেপে এই হল আমার রাজনীতি সচেতনতা! এবং এরকম এক আপাত হাস্যকর অবস্থান থেকে সবগুলো রাজনৈতিক দল মিলিয়ে একটি তালিকা তৈরির চেষ্টা করলাম। ফলে আমার পছন্দ-অপছন্দের সঙ্গে রাজনীতি সচেতন ব্লগারদের অমিল থাকবে- এটা আগাম ধরে নিলাম। বলে রাখা ভালো, গত এক বছরের কর্মকাণ্ড বিচারের মাপকাঠি হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগ : যাদের ভালো লাগে ১. তানজিম আহমেদ সোহেল : সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ২. সৈয়দ আশরাফুল ইসলাম : স্থানীয় সরকার মন্ত্রী ও আ. লীগ মহাসচিব ৩. আবদুল মান্নান খান : ভূমি প্রতিমন্ত্রী ৪. মতিয়া চৌধুরী : কৃষি মন্ত্রী ৫. বেগম মন্নুজান সুফিয়ান : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ৬. আবুল মাল আবদুল মুহিত : অর্থমন্ত্রী ৭. আফম রুহুল হক : স্বাস্থ্য মন্ত্রী ৮. নুরুল ইসলাম নাহিদ : শিক্ষা মন্ত্রী আওয়ামী লীগ : যাদের অপছন্দ করি ১. শেখ হাসিনা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ২. তৌফিক-ই-এলাহী চৌধুরী : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩. শেখ ফজলুল করিম সেলিম : আওয়ামী লীগর সভাপতিমণ্ডলীর সদস্য ৪. আবদুল লতিফ সিদ্দিকী : বস্ত্র ও পাট মন্ত্রী ৫. সাহারা খাতুন : স্বরাষ্ট্র মন্ত্রী ৬. ফারুক খান : বাণিজ্য মন্ত্রী ৭. সৈয়দ আবুল হোসেন : যোগাযোগ মন্ত্রী ৮. আবদুল লতিফ বিশ্বাস : মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী ৯. কামরুল ইসলাম : আইন প্রতিমন্ত্রী ১০. ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ১১. তারেক আহমেদ সিদ্দিক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি : যাদের ভালো লাগে ১. মঈন খান : স্থায়ী কমিটির সদস্য ২. নজরুল ইসলাম খান : স্থায়ী কমিটির সদস্য ৩. এম কে আনোয়ার : স্থায়ী কমিটির সদস্য ৪. রুহুল কবীর রিজভী আহমেদ : যুগ্ম মহাসচিব বিএনপি : যাদের অপছন্দ করি ১. বেগম খালেদা জিয়া : চেয়ারপারসন ২. তারেক রহমান : সিনিয়র ভাইস চেয়ারপারসন ৩. খোন্দকার দেলোয়ার হোসেন : মহাসচিব ৪. সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী : স্থায়ী কমিটির সদস্য ৫. মির্জা আব্বাস : স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টি : যাদের ভালো লাগে ১. জিএম কাদের : জাতীয় পার্টি নেতা ও পর্যটন মন্ত্রী জাতীয় পার্টি : যাদের অপছন্দ করি ১. হুসেইন মুহম্মদ এরশাদ : চেয়ারম্যান ২. রুহুল আমিন হাওলাদার : মহাসচিব বাম ব্লক : যাদের ভালো লাগে ১. হায়দার আকবর খান রনো : ওয়ার্কার্স পার্টি নেতা ২. মুজাহিদুল ইসলাম সেলিম : সিপিবির সাধারণ সম্পাদক বাম ব্লক : যাদের অপছন্দ করি ১. রাশেদ খান মেনন : সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি ২. হাসানুল হক ইনু : সাংসদ ও জাসদ (ইনু) সভাপতি জামায়াতে ইসলামী : যাদের ভালো লাগে কাউকেই না। জামায়াতে ইসলামী : যাদের অপছন্দ করি সবাইকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.