আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট টিউব লাইট ভাল করার কৌশল

আহমাদ-২০০৫

বাসার টিউব লাইট প্রায়ই ফিউজ হয়ে যায়। ইচ্ছে করলে আপনি তা সারিয়ে আবার টিউব জ্বালাতে পারেন। এজন্য দরকার হবে। ১) একটি বাতিল টিউব লাইট-40 ওয়াট ২) একটি রেজিস্টার -330 E, 40 watt. ৩) একটি স্টার্টার ৪) চারটি ডায়োড -–D100E-In 4007 এগুলো বাজার থেকে কিনতে পারবেন খুব কম টাকায়। আমি যেভাবে আঁকেছি ঠিক সেভাবে আপনি পার্টস লাগালেই লাইট জ্বলে উঠবে।

ফিউজ টিউবের সঙ্গে প্রথমে স্টার্টার লাগান। তারপর ফিউজ টিউবের দুই পার্শ্বে চিত্রের মত করে তার লাগান। এই তারের সঙ্গে ডায়োড চারটি জুড়ে দেন। রেজিস্ট্যান্সটা ডায়োড আর বাম পার্শ্বে তারের সাঙ্গে যুক্ত করি। এবার এসি কানেকশান দেই।

দেখবেন ফিইজ লাইট-টি সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছে। মনে রাখতে হবেএতে রেজিস্ট্যান্স খুব গরম হয়ে যাবে। নিরাপদে একে লুকিয়ে রাখতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.