আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ের এপিঠ-ওপিঠ

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম

আমি ভালোবাসার যোদ্ধা নাই বোদ্ধা মনে অনেক সংসয় কাটিয়ে উঠতেও দ্বীধা; আহা ভালোবাসা; আমি জয় করতে পারবো তো; না কি বিরহে আমাকে নিয়ে লোফালুফি করবে কষ্টের বালুচরে;শেষে মনকে দিলেম ছুটিয়ে, যাকে ভালোবেসে হৃদয় দিয়েছি রাঙ্গিয়ে তার কাছেই..................। আমার মনটা তাকে পাইন বনের ধারে বসে থাকতে দেখে থমকে দাড়ালো ওর স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে, হাতটি ধরে বললো; আজ তোমাকে কিছু কথা বলবো ঠিক ঠিক উত্তর দেবে তো ও বললো হ্যা। আমি আস্বস্ত হলাম তারপর দুরের পাতা ঝড়া পথের দিকে তাকিয়ে বললাম; - তুমি ভালবাসতে জানো ? ওর মনের ভেতর থেকে শব্দ বেড়িয়ে এসে ঠোটের ফাক পেড়িয়ে বললো হ্যা জানি!! -কতটুকু ভালোবাসতে জানো তুমি? চোখ দুটো আকাশে মেলে, বললো; অনেক খানি; যা বলে বোঝানো যাবেনা; পরিধি এতো বড়ো যে,মেপে দেখানো যাবেনা। হয়তো সাগর,আকাশ,নদী,পর্বত সব কিছুতেই মিশিয়ে ফেলেছি ভালবাসার উপমায়। - যাকে ভালবাসো সে তোমার হৃদয়ের কতখানি জুড়ে আছে ? হাতখানা তার কপোল ছুয়ে বললো; সে, আছে হৃদয়ের পুরোটা জুড়ে এক বিন্দুও জায়গা নেই বাকি; হয়তো পুরো হৃদয়টাই হয়ে গেছে সে !!! আমি তার হাতটি ধরে বললাম সে, কি তোমাকে ভালোবাসে? হাতের ভাঁজ সোজা করে বললে হ্যাঁ; সে আমাকে অনেক ভালোবাসে, তার মতো করে আমাকে কেউ ভালবাসতে পারবেনা।

তার ভালবাসা পৃথিবীর সব সুখকে ছাপিয়ে আমার মনের ঘরে এসে পৌছেছে। -যাকে ভালবাসো তাকে তুমি পাবে ? যদি না পাও ! যদি সে অন্যাসক্তা হয়; তাহলে ? এবার আমার চোখের দিকে তাকিয়ে মুখে বিষন্নতার ভাব ফুটিয়ে বললো; -যাকে ভালবাসলাম তাকে পাবোনা তাই কি হয় !! তাকে পাবোই; আর যদি না পাই, তাহলে এ নিশ্বাস টুকু হাতের মুঠোয় বন্দি করে পৃথিবী ছাড়বো। আর যদি সে অন্যাসক্তা হয়; নাহ্ .......আমি ভাবতেই পারিনা; সে অন্যাসক্তা হতেই পারেনা; আর যদি হয় তাহলে তাকে ঘৃণা’র ঝুড়িতে ছুড়ে ফেলবো। - ভালবাসার মানুষকে ঘৃনা করতে পারো তুমি? - কেন পারবোনা; হৃদয়ের এপিঠ ভালবাসা ওপিঠ ঘৃণা থাকে যে; আমি সব শুনে ওর চোখে তাকিয়ে আশ্বাসর সুরে বললাম; ভালবাসায় তুমি অন্ধ হয়ে আছো; এতো বিশ্বাস মনে তোমার; ভালবাসার জন্য তোমার এতো আকুতি !! আচ্ছা একটা কথা, নিজেকে ভালবাসো তুমি? সে এবার হেসে হেসে বললো তার পরিধি পাহাড়,সাগরকেও ছাড়িয়ে যাবে। আমি উঠে দাড়ালাম চলো প্রান্তপথে চলি এবার............................।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।