আমাদের কথা খুঁজে নিন

   

লোকমা জমিদার বাড়ি!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
সামনের দিকে.... লোকমা জমিদার বাড়ি পাঁচবিবি শহর হতে সামান্য দূরে বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর একটা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ীতে লোকজন বেশিদিন ছিলেন না, কারন এই বাড়িতে থাকলে তাদেক নির্বংশ করে দেয়া হবে, এমন স্বপ্ন দেখার পর ভয়ে সবাই এই বাড়ি টিপটপ থাকা অবস্থায় পরিত্যাগ করে একটু দুরে নতুন বাড়ি করে জমিদার থাকতেন। এই জমিদার বাড়ির পুকুর এখন ভারতের অংশে পড়েছে। শুধু মূলবাড়িটি বাংলাদেশে রয়েছে।

এই জমিদার বাড়িতে গেলেই আপনি সহজেই একসাথে বাংলাদেশ -ভারত সীমানা থাকতে পারবেন জমিদার বাড়ির লোকজন এখন সামান্য সংস্কার করে টিকেট এর মাধ্যমে দেখার ব্যবস্থা শুরু করে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসন থেকে যোগাযোগ করা হয়েছে পর্যটন কেন্দ্র হিসাবে চালু করার জন্য। বাড়িটি কিঞ্চিৎ দেবে গিয়েছে। ভেতরের ঘর গুলিতে ঘুটঘুটে অন্ধকার, সিড়িগুলি এখন বিপদজনকভাবে ধ্বসে গেছে, আলো ছাড়া নামা অসাধ্য। রক্ষনাবেক্ষন করে এটাকেও সুন্দর পর্যটন কেন্দ্র বানানো যাবে আশা করা যায়।

ভেতরে ঘুটঘুটে অন্ধকার.. আঙিনার অংশ... আঙিনার দিক থেকে... ভারতের কাঁটাতারের বেড়া... জমিদার বাড়ির পেছনেই সীমানা পিলার... বাহির থেকে ভিউ..। এইটা যে কি আঙিনা.. ভেতরে.। যাবেন যেভাবেঃ ঢাকা থেকে পাঁচবিবি পর্যন্ত সরাসরি বাস আছে। এরপর পাঁচবিবি থেকে স্কুটার, মাইক্রোবাসে করে ঘুরে আসতে পারবেন। থাকতে হলে জয়পুরহাটে থাকা ভালো।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।