আমাদের কথা খুঁজে নিন

   

কল্যাণময় কাজ



শত্রতা মিটাতে সবাই করুন সদ্ব্যবহার অন্যদের মধ্যে শত্রতা মিটান আপনার। অমংগলকে মংগল দ্বারা করুন প্রতিহত শত্রতা রোধে গড়ে তুলুন নিগুঢ় বন্ধুত্ব। একাজগুলো ধৈর্যশীল-ভাগ্যবানদের জন্য যাঁরা ধৈর্য ধরে করবেন তাঁরাই অনন্য। ক্ষমা করে দেবার অভ্যাস গড়ে তুলুন সদা কল্যাণময় কাজের নির্দেশ দিন। মূর্খদের দিক হতে নিজেকে দূরে রাখুন শয়তান হতে বাঁচতে প্রভুর সাহায্য চান। এতে শয়তান হবে দূরে বিতাড়িত শয়তান ব্যর্থ হবে করতে প্রতারিত। আল্লাহ মহান, তিনি সর্বশ্রেষ্ঠ শ্রোতা আল্লাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞাতা। উৎস: তাফসির ইবনে কাসির

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।