আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবার তাহলে ইসলামী কল্যাণময় রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে!



একটু আগে টেলিভিশন সংবাদে দেখলাম শেখ হাসিনা আজ বায়তুল মুকাররমে সমাবেশে বলছেন, "বাংলাদেশের মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে"। শেখ হাসিনা ভাল করেই জানেন মসজিদে নববী ছিল কুরআনের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু। মসজিদই ছিল সরকার পরিচালনার কেন্দ্র, বিচারালয়। মসজিদের ইমামই ছিলেন সরকারের প্রধান। আল কুরআনের আলোকে মসজিদে নববী থেকে আইন প্রণয়ন করা হতো এবং কুরআন বিরোধী সমাজ ব্যবস্থার উচ্ছেদও করা হয়েছে মসজিদে নববী থেকে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী সরকার যেহেতু মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আমরা ধরেই নিতে পারি মদীনার কুরআন ভিত্তিক সেই কল্যাণময় সমাজ ব্যবস্থা বাংলাদেশেও শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে- যদি প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। অবশ্য সমালোচকরা বলে থাকেন, শেখ হাসিনার প্রতিশ্রুতির পরিমাণ অসংখ্য হলেও রক্ষার পরিমাণ হাতে গোনা। তথাপি, আমরা সমালোচকদের কথায় কান না দিয়ে সর্বকল্যাণময় সমাজ ব্যবস্থার আদলে বাংলাদেশের সমাজ ব্যবস্থা অচিরেই প্রতিষ্ঠিত হবে এ আশায় বুক বাধতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।