আমাদের কথা খুঁজে নিন

   

৫০ লাখ টাকা পুরুস্কার নিয়ে চ্যানেল আই'র রিয়ালিটি শো "ফ্যান ক্লাব টুর্নামেন্ট (এফসিটি)"



বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে এই প্রথম বারের মত চ্যানেল আই আয়োজন করেছে সর্বোচ্চ প্রাইজ মানি (৫০ লাখ টাকা) নিয়ে রিয়ালিটি শো "ফ্যান ক্লাব টুর্নামেন্ট (এফসিটি)"। ইমপ্রেস টেলিফিল্ম লিঃ এর প্রযোজনায় শো'টি নির্মান করছে ই আর মিডিয়া। রিয়ালিটি শো "ফ্যান ক্লাব টুর্নামেন্ট (এফসিটি)"-উপস্থাপনা ও পরিচালনা করছেন মাহি বি চৌধুরি এবং আশফাহ হক লোপা। গত ২৬ জানুয়ারি চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এফসিটি'র যাত্রা শুরু করেন চ্যানেল আই'এর পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন মাহি বি চৌধুরি এবং আশফাহ হক লোপা সহ অনুষ্টান সংশ্লিষ্ট সকলে।

সংবাদ সন্মেলনে শাইখ সিরাজ মূল বক্তব্য উপস্থাপন করার পর মাহি বি চৌধুরি এবং আশফাহ হক লোপা পুরো অনুষ্ঠানের সারাংশ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন। শেষে একটি ব্রিফ কেসে পুরুস্কারের নগদ ৫০ লাখ টাকা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রিয়ালিটি শো "ফ্যান ক্লাব টুর্নামেন্ট (এফসিটি)"-এর রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। ১৯-২৯ বছরের যে কোন তরুন-তরুনী আবেদন করতে পারবে এই শো'তে। রেজিষ্ট্রেশন করতে লগঅন করতে পারেন http://www.fctbd.com অথবা আপনার যে কোন মোবাইল ফোন থেকে reg(space)fct লিখে SMS পাঠিয়ে দিন 6161 নম্বরে।

"ফ্যান ক্লাব টুর্নামেন্ট (এফসিটি)" ১। প্রতি দলে ৫ জন সদস্য থাকতে হবে। ২। ৫ জনের মধ্যে ২ জন মেয়ে ৩ জন ছেলে অথবা ৩ জন মেয়ে ২ জন ছেলে থাকতে হবে। ৩।

প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৯’র মধ্যে হতে হবে। ৪। হৃদরোগ আছে অথবা যারা নিজেদের দূর্বলচিত্তের অধিকারী মনে করো, তাদের এ খেলায় অংশ নেয়া সমীচীন হবেনা। ৫। ১৭, ১৮, ১৯ ও ২০ তারিখে selection করা হবে এবং কোন তারিখে কোন দলকে selection এর জন্য উপস্থিত হতে হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

৬। সিলেকশন রাউন্ডে বিচারকদের সামনে ১ মিনিটের একটি দলীয় (৫জন মিলে) ট্যালেন্ট শো উপস্থাপন করতে হবে। ৭। ১৬ জন তারকার যে তালিকা দেয়া আছে তোমাদের পছন্দের ক্রমানুসারে তাদের নাম সাজাতে হবে। এক্ষেত্রে তোমদের যোগ্যতার মাপকাঠি এবং পছন্দের ক্রম বিবেচনায় বিচারকই সিদ্ধান্ত- নিবেন কোন তারকার Fan Club গঠন করবে তোমরা।

৮। বিচারকদের রায়-ই চূড়ান- বলে গণ্য হবে। এ রায় চ্যালেঞ্জ করার কোন সুযোগ থাকবেনা। ৯। Registration চলবে ১৪ই February, 2010 পর্যন্ত।

Anyway, Happy Valentines Day. b) Grooming Session: Selected ১৬টি দলকে a, b, c, d এই ৪টি গ্রুপে সাজানো হবে। অর্থাত্ প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতি গ্রুপের ৪টি করে দল নিজেদের গ্রুপের সবার সাথে ১ বার করে আনন্দ যুদ্ধে অবতীর্ণ হবে। অর্থাত্ প্রতি গ্রুপে ৬টি করে ৪ গ্রুপে মোট ২৪টি খেলা নিয়ে সাজানো হবে League Round। প্রতি দল এ রাউন্ডে ৩টি করে খেলার সুযোগ পাবে।

c) League Round Feature: Team Selection-এর আগে থেকে লিগ রাউন্ড শুরু হবার আগ পর্যন্ত- ১৫ দিনের Grooming Session-এর আয়োজন করা হবে। এ ১৫ দিন Grooming Session সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ ক্ষেত্রে ঢাকার বাহিরের দল গুলোর জন্য প্রয়োজনে আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করা হবে। >> Talent round - এর জন্য যারা নাচ, গানের Item উপস্থাপন করবে তাদের জন্য Dance & Music Instructor’এর ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় props নিজেদেরকে যোগাড় করতে হবে।

তবে যতদূর সম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে। >> Creativity Production Round -এর জন্য প্রতিটি দলকে ১টি করে ক্যামেরা ইউনিট দেয়া হবে। যেখানে থাকবে একজন Cameraman, পর্যাপ্ত Cassette এবং একটি Microbus । তোমরা ৫ জন মিলে যে তারকার Fan Club তৈরি করেছো, তার সাথে পরামর্শ করে তিন দিনে ২ থেকে ৩ মিনিটের তিনটি আকর্ষনীয়, মজাদার, ভিডিও নির্মান করবে। তিনটি ভিডিও নির্মানের জন্য মোট ২৫ ঘন্টা Editing Panel বরাদ্দ থাকবে।

ভিডিও’র বিষয় নির্ধারনে কোন ধর্ম, বর্ণ বা জাতিকে হেয় করা চলবে না। >> R u Street Smart Round - এর উদ্দেশ্য হলো জীবনে পথ চলতে তুমি কতটুকু smart সেটা যাচাই করে দেখা। ৫৫০টি খুব সাধারন প্রশ্নের আমরা প্রায় ১ হাজার মানুষের উত্তর নিয়ে একটি জরিপ বোর্ড সাজিয়েছি, যে প্রশ্নগুলো কোন সঠিক বা ভুল উত্তর নেই। তবে সবচেয়ে Popular উত্তর গুলো দিতে পারলেই তোমার Score বাড়তে থাকবে। Grooming Session-এ এই রাউন্ডের জন্য কোন Training দেয়া হবে না।

তবে বিষয়টি আরও বিশদভাবে ব্যাখ্যা করা হবে। এ রাউন্ডে যাচাই করে নেয়া হবে তুমি তোমার দেশের মানুষের নাড়ীর শব্দ বুঝতে পারো কিনা। >> Dare Round - এটি FCT’র সবচেয়ে আকর্ষনীয় রাউন্ড। এ রাউন্ডে তোমাদের প্রতিপক্ষের সাথে ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তোমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে, আমরা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহন করবো।

Grooming Session চলাকালিন এই ১৫ দিনের ভিতরেই League round এ তোমাদের জন্য নির্ধারিত তিনটি খেলার তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যা আমরা ক্যামেরায় ধারন করে রাখবো। এ রাইন্ডে পূর্ব প্রস্তুতির কোন সুযোগ নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।