আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোডিং-এ সমস্যা

Hope is immortal

ব্লগারবৃন্দ, আমি অতীব নগন্য ইন্টারনেট ব্যবহারকারি। ইন্টারনেটে ডাউনলোড সম্পকে অতি ক্ষুদ্র জ্ঞান আছে যা দিয়ে টরেন্ট কিংবা আইডিএম দ্বারা কিছু ডাউনলোড করা বাড়াবাড়ি রকমের স্পর্ধা! তাইতো ব্যর্থ হয়ে টরেন্ট নিয়ে এই পোস্ট দিয়েছিলাম। তবুও পারি নি। কেননা, টরেন্ট দিয়ে একটি মুভি ডাউনলোড করতে গিয়ে দেখি শেষ হতে ২ দিনের বেশি লাগবে, কারন, ডাউনলোড স্পিড সর্বোচ্চ ১ কেবিপিএস! এদিকে আমার ইন্টারনেট ব্রাউজিংএর মেয়াদ আজ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। কি আর করা? অগত্যা আইডিএম দিয়ে চেষ্টা করছি। কিন্তু পারছি না কোন কিছুই ডাউনলোড করতে। এর কারণ, ১. আগে কোন লিংকে ক্লিক করলেই আইডিএম দিয়ে ডাউনলোড হতো। কিন্তু এখন তা মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড হয়।ফলে যেখানে আগে গতি পেতাম সর্বনিম্ন ২৪-২৮ কেবিপিএস, এখন পাই সর্বোচ্চ ২-৫ কেবিপিএস! কীভাবে এর সমাধান পাবো? আইডিএম দিয়ে কি সরাসরি ডাউনলোড করতে পারবো না? আমি খুবই টেনশনে আছি। অন্যরা যেখানে ৫ মেগা পাচ্ছে, আমি আছি মাত্র ৫ কেবিপিএস নিয়ে! দয়া করে আপনারা কেউ কি সাহায্য করবেন? প্লিজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।