আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি এতই নিচু????

আমি আমার মাকে ভালবাসি।

স্বাধীন বাংলাদশের স্থপতি শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসি কার্যকর হলো। তথাকথিত দায় থেকে মু্ক্তি পেল বাংলাদেশ। কিন্তু মুক্তি পেলনা আমাদের মানসিকতা। বন্দী রয়ে গেল সেউ গহীন অন্ধকারে।

ক্ষমা মহত্ত্বের লক্ষণ। কিন্তু আমরা কি পেরেছি জীবদ্দশায় তাদেরকে ক্ষমা করতে। নাই পারলাম.......। তাই বলে মৃত্যুর পরেও। জুতা ছুড়ে মারা তাদের লাশের দিকে।

এ কেমন মানসিকতা। আমরা এতই ভীতু জীবদ্দশাই কাউকে কিছু করতে ভয় পাই, আর আমরা এতই সাহসী মৃত্যুর পরে লাশের মধ্যে জুতা ছুড়তেও দ্বিধা করিনা। কিসের এত ঘৃণা? ঘৃণা না কাপুরুষতা? চিন্তা করে যা পাই ‍‍‍‌‌‌''আমরা কি এতই নিচু''?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।