আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে মালয়েশিয়া


এক নজরে মালয়েশিয়া অফিসিয়াল নাম - ফেডারেশন অব মালয়েশিয়া। আয়তন - ৩২৯,৭৪৮ বর্গ কিলোমিটার। রাজধানী - কুয়ালালামপুর । জনসংখ্যা - ২ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৮শ’১৯জন (জুলাই ২০০৯ )। মালয় (মুসলিম) - ৫৪% (মোট জনসংখ্যার)।

চিনা - ২৫% (মোট জনসংখ্যার)। ইন্ডিয়ান (তামিল) - ৭.৫% (মোট জনসংখ্যার)। অন্যোন্য ভূমিপুত্র - ১১.৮% (মোট জনসংখ্যার)। অন্যোন্য - ১.৭% (মোট জনসংখ্যার) । প্রদেশ - ১৩ টি ।

সরকার পদ্বতি - সংসদীয় গণতন্ত্র। মুদ্রা - আর এম (রিংগিত মালয়েশিয়া)। গড় মাথাপিছু আয় - ১৫ হাজার ৩শ‘ রিংগিত (২০০৮)। রাষ্ট্র ধর্ম - ইসলাম। রাষ্ট্র ভাষা - মালে বাহাসা।

জাতীয়তা - মালয়েশিয়ান । জাতীয় দিবস - ৩১শে আগস্ট ( ১৯৫৭ইং )। জাতীয় ফুল - জবা ফুল । জাতীয় ফল - ডুরিয়ান । জাতীয় পাখী - হর্নবিল ।

জাতীয় পশু - ওরাং হুতাণ (বন মানুষ)। জাতীয় সংগীত - নিগাড়াকু ( আমার দেশ ) । গ্রীনিস মান সময় - জি এম টি +৮ ঘণ্টা । তাপমাত্রা - ২১ডিগ্রী থেকে ৩২ডিগ্রী সেলসিয়াস। রাষ্টপ্রধান - রাজা ।

নির্বাহী প্রধান - প্রধান মন্ত্রী। প্রাদেশিক প্রধান - সুলতান । প্রাদেশিক নির্বাহী প্রধান - মন্ত্রী বুছাড় (মুখ্য মন্ত্রী)।
 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।