আমাদের কথা খুঁজে নিন

   

মিঃ স্পীকার রুলিংয়ে লাভ নেই মগজে যে দাসের বাস



স্পিকারের রুলিং:‌‌ সাংসদ নয়,সংসদ সদস্য (দৈনিক আমাদের সময়,২৭ জানুয়ারী ২০১০,শেষ পৃষ্ঠা) ‌রুলিং এ কাজ হবে না মিঃ স্পিকার । রুলিং এর আগেও হয়েছিল। দাস মানসিকতার বসতি যে মগজে ,সে মগজ থেকে সাংসদ শব্দই বেরুবে, বেরুচ্ছেও। ভারতে বাংলা অপাঙতেয়,কোলকাতার,দোকান বাড়ি,অফিস থেকে শুরু করে সুরীখানা,পতিতালয় সব সাইন বোর্ড থেকেই বাংলা উধাও,ইংরেজি আর হিন্দির রাজত্ব । তাদের নেই ৫২ ভাষার সংগ্রাম,নেই ২১ ফেব্রুয়ারির গর্ব ।

অথচ আমরা ঐ ভারত থেকেই ডিম-গরু-ফেন্সি'র মত বাংলাও আমদানী করছি । আবার আ-মরি বাংলা ভাষা বলে অজ্ঞানও হই,মুখে ফেনাও তুলি। সংবিধানে ‌সাংসদ বলে কোন শব্দই নেই অথচ এমপি থেকে সুশীল সবাই ‌সাংসদ উচ্চারণে ধন্য হন। শুধু সাংসদ নয় আমদানী হচ্ছে পরিষদের পরিবর্তে পর্যদ । টিভিতে এসেছে ফাইনালের পরিবর্তে ফিনালে,উপহারের পরিবর্তে গিফট হ্যাম্পারের আমদানী।

আমদানী হবে না আবার, প্রতিবেশী দেশের টিভি'র ভাষ্য নমস্য । দেশ আর ভাষা নিয়ে বাঁদরামি,ভণ্ডামী আর কত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।