আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাতাসটা বড় বেশী বিশুদ্ধ মনে হচ্ছে..........

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
আজকের বাতাসটা এতো বেশী ফ্রেস লাগছে কেন ? আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে কেন ? আজ সবাইকে মিষ্টি খাওয়াতে ইচ্ছে করছে কেন ? সব কেনর উত্তর সবার না জানলেও চলবে, তবে মিষ্টি খেয়ে যেতে কেউ ভুলবেন না কিন্ত............... এইডা মিষ্টি হইলেও ফোমের মতোই আপনার মুখের সব রস চুষে নিতে পারে, সুতরাং সাধু সাবধান এইডা হইল লাড্ডু, খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন, সুতরাং খাইয়া পস্তআনোই ভালো লাড্ডুর সাদা সংস্করণ, কার্যকারিতা একই আর এই মিষ্টি যে না খেয়েছেন তার জীবনখানা ষোল আনাই মিছে নিন জলদি হাত লাগান, সেই সাথে চলুক না কিছু প্লাস মাইনাসের খেলা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।