আমাদের কথা খুঁজে নিন

   

New Generation কৌতুক ............

Live with no excuses and love with no regrets আজকাল বাচ্চাদের শিক্ষার অবস্থা কিছুটা এই রকম........ ১. আবুলের ছেলে ইংরেজীতে পুরাই কাচাঁ। গজামিল দিয়ে ইংরেজী মিলায়। বহু কষ্টে "My Friend" রচনা মূখস্ত করতে না পেরে পরীক্ষার হলে নকল নিয়ে গেল। কিন্তু পরীক্ষায় আসলো "My father" রচনা। এটা দেখে সে ঠিক করল রচনা তো রচনাই।

"friend" এর জায়গাই "father" লাগাইয়া দিলেই হবে। যেই ভাবা সেই কাজ,তাই সে লেখা শুরু করলঃ "I'm very Fatherly person. I have lots of fathers. Some of my fathers are male and some are female. My True Father is my Neighbour." ইহা দেখিয়া ইংরেজী শিক্ষক বেহুশ। ২. ষ্কুলে এক ছাএ কে ইংরেজীতে ব্যাক গঠন করতে দেয়া হলো। ছাএ বরাবরি ইংরেজীতে কাচাঁ। তাকে "cushion" দিয়ে ব্যাক গঠন করতে বলা হলো।

সেই ছাএ অনেক চিন্তা ভাবনা করে লিখলো, cushion - Ther are cushion in the pillow. ইহা দেখিয়া ইংরেজী টিচার ষ্টাফ রুমে হাসতে হাসতে শেষ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।