আমাদের কথা খুঁজে নিন

   

কিনতে গেলে পাগল, বেঁচতে গেলে ছাগল

www.cameraman-blog.com/

সন্ধ্যার সময় বোন বললো অমুকে ফোন করেছিল, কম্পিউটারের ব্যাপারে কি যেন বলবে। সেই অমুক আমাদের কাজিন। তবে কম্পিউটারের কথা শুনে আমি তেমন উৎসাহ দেখালাম না। অবশ্য তার কারণও আছে। ৮/৯ বছর আগে আমার এই কাজিনটি কম্পিউটার কিনে মহা ডাট মেরেছিল।

লাখ টাকার ব্র্যান্ড কম্পিউটার, কাউকে ছুতেও দিত না। তার ব্যবহারে সেসময় মনক্ষুন্ন হয়েছিলাম সেটা বলাই বাহুল্ল। যা হোক। রাত ৮টার দিকে আবার ফোন করলো। এবার আমি ধরলাম।

কুশল বিনিময়ের পর বললো সে একটা ল্যাপটপ কিনবে, তাই কম্পিউটার টা বিক্রি করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম - কোন কম্পিউটার যেন ? সে উল্টা আমাকে বলে - তুমি তো দেখছো, মনে নাই। এইবার একটু ভয়ে ভয়েই বললাম - প্রসেসরটা যেন কি ছিল ? - পেন্টিয়াম টু। আমি এবার হেসেই বললাম - কটকটিওয়ালাকে দিয়ে দাও। ও একটু রেগেই বললো - এক লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম।

- কোন লাভ নাই। অচল মাল। এমনকি মনিটরটাও কেউ নিতে চাইবে না। তার থেকে কোন পিচ্চিকে প্রেজেন্ট করে দাও। হাত পাকাতে পারবে।

- একটু চেষ্টা করো না, প্লিজ। - কোন লাভ নাই। আমার খাটনিটাই বেকার যাবে। আমি তোমাকে বড় জোর এলিফ্যান্ট রোডের এক দোকানে পরিচয় করিয়ে দিতে পারি। এইবার আস্তে করে বললো - আমি এক দোকানে বলেছিলাম।

- কত বলেছে ? বলতে চায় না। একটু খোঁচাখুচির পর বলে - পাঁচ হাজার টাকা। - আলহামদুলিল্লাহ! আরো কিছুক্ষণ কথা বলার পর সান্তনা দিয়ে বললাম - আসলে এমনটাই হয়। এই জিনিস কিনতে গেলে পাগল আর বেঁচতে গেলে ছাগল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.